প্রতীকী ছবি।
সোমনাথ রায়, নয়াদিল্লি: ‘আসছে বছর আবার হবে’, বিভিন্ন জায়গায় তৈরি দেশ-দুনিয়ার মতো এই স্লোগান তুলে ২০২৫-এর পুজো সাঙ্গ করল দিল্লি ও পার্শ্ববর্তী অঞ্চলও। যমুনার দূষণ ঠেকাতে হয়েছে অস্থায়ী পুকুর। শুধুমাত্র দিল্লিতেই সেই সংখ্যা ১৫১। প্রতিটি জেলাশাসক কার্যালয় থেকে আগেই প্রতিটি পুজো কমিটির কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে কৃত্রিম পুকুরের তালিকা। কোন পুজোর প্রতিমার বিসর্জন কোথায় হবে, তাও নির্দেশ করা হয়েছে। একইভাবে বিসর্জন করা হল নয়ডা, গাজিয়াবাদ, ইন্দিরাপুরমের বিভিন্ন পুজোর প্রতিমা। সঙ্গে আগামীতে মায়ের আরাধনার অঙ্গীকার নেওয়া সেই চেনা স্লোগান।
পুজোর শেষদিন নয়ডা কালীবাড়ির মণ্ডপ তৈরি হয়েছিল কেদারনাথ মন্দিরের আদলে। বাঁশ, কাপড়, প্লাইউড দিয়ে পরিবেশবান্ধব এই মণ্ডপ তৈরি করেছেন বাংলা থেকে আসা শিল্পীরা। ১৭ ফুট উঁচু মূর্তি প্রতিবারের মতো এবারও সেজে উঠেছিল ডাকের সাজে। এবার দিল্লি ও পার্শ্ববর্তী অঞ্চল জুড়ে হয়েছে রেকর্ড বৃষ্টি। পুজোর দিনগুলিতেও তার পূর্বাভাস ছিল। সেই কারণে এবার প্যান্ডেল তৈরির সময় ব্যবহার করা হয়েছে ত্রিপল।
কলেবরে না হলেও ভিআইপি আগমনে দিল্লির অন্যতম হেভিওয়েট পুজো হল পান্ডারা রোডের নয়া দিল্লি সর্বজনীন দুর্গাপূজা সমিতির পুজো। ৭০ বছরের এই পুজো নিজের অবস্থানের জন্যই থাকে সবার নজরে। লুটিয়েন্স দিল্লির পুজোয় প্রায় সবসময়ই দেখা মেলে কোনও না কোনও সাংসদ বা অন্য নেতা-মন্ত্রীর। এবারই যেমন এসেছিলেন দিল্লি মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা, লোকসভা অধ্যক্ষ ওম বিড়লা, হরিয়ানার রাজ্যপাল অসীম কুমার ঘোষরা। ধুমধাম করে পুজো পালন করলেন পশ্চিম বিহার বেঙ্গলি অ্যাসোসিয়েশনের পুজো-পাগল বাঙালিরাও। স্থানীয় কালীবাড়ি সংলগ্ন মাঠে পঞ্চমী থেকে দশমী মহা সমারোহে হল মাতৃআরাধনা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.