Advertisement
Advertisement
DUSU Election

দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে ফের গেরুয়া ঝড়! সান্ত্বনা পুরস্কার কংগ্রেসের

একটা সময় এই দিল্লি বিশ্ববিদ্যালয় কংগ্রেসের ছাত্র সংগঠনের গড় ছিল।

DUSU Election Results 2025: ABVP Maintains Lead
Published by: Subhajit Mandal
  • Posted:September 19, 2025 1:42 pm
  • Updated:September 19, 2025 1:42 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২৩ নির্বাচনের পুনরাবৃত্তি ২০২৫-এ। দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে ফের গেরুয়া ঝড়। সভাপতি, সম্পাদক-সহ চারটি গুরুত্বপূর্ণ পদের মধ্যে তিনটিই দখল করতে চলেছে সংঘ পরিবারের ছাত্র সংগঠন এবিভিপি। কংগ্রেসের ছাত্র সংগঠন NSUI-এর ঝুলিতে যেতে পারে শুধু সহ-সভাপতির পদ।

Advertisement

২০২৩ সালের মতোই দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে বিপুল জয় ছিনিয়ে নিল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। চারটি আসনের মধ্যে তিনটিতেই জিতল এবিভিপি। ছাত্র সংসদের চারটি পদের জন্য মোট ২১ জন প্রার্থী ভোটে দাঁড়িয়েছিলেন। চলতি নির্বাচনে ভোট দিয়েছেন মূল ক্যাম্পাসের পাশাপাশি দিল্লি বিশ্ববিদ্যালেয়ের অধীনে থাকা ৫০টি কলেজের ছাত্র-ছাত্রীরা। ইভিএমের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করেন প্রায় ২.৭৫ লক্ষ পড়ুয়া। এবারের নির্বাচনে ভোট পড়েছিল ৩৯.৪৫ শতাংশ।

এই প্রতিবেদন লেখা হওয়া পর্যন্ত, বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সভাপতি পদে বিপুল ভোটে এগিয়ে এবিভিপির আরিয়ান মান। সম্পাদক পদেও এগিয়ে এবিভিপির কুণাল চৌধুরী। যুগ্ম সম্পাদক পদে লড়াই অনেকটা টানটান হলেও ওই পদেও এগিয়ে রয়েছেন এবিভিপি প্রার্থী দীপিকা। একমাত্র সহ-সভাপতি পদে এগিয়ে NSUI-এর রাহুল ঝান্সলা।

একটা সময় এই দিল্লি বিশ্ববিদ্যালয় কংগ্রেসের ছাত্র সংগঠনের গড় ছিল। এমনকী কেন্দ্রে বিজেপি ক্ষমতা দখলের পরও এই বিশ্ববিদ্যালয়ে আধিপত্য ধরে রেখেছিল কংগ্রেস। কিন্তু ২০১৯-এর পর ছবি বদলায়। সেবার সভাপতি পদে জয় পায় এবিভিপি। তারপর থেকে টানা এই বিশ্ববিদ্যালয়ে জিতে আসছে গেরুয়া শিবিরই।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement