Advertisement
Advertisement

Breaking News

Delhi

সাতসকালে ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৪.১

কম্পন অনুভূত হয়েছে দিল্লির পার্শ্ববর্তী এলাকাগুলিতেও।

Earthquake hits Delhi
Published by: Subhodeep Mullick
  • Posted:July 10, 2025 9:20 am
  • Updated:July 10, 2025 12:17 pm  

সোমনাথ রায়, নয়াদিল্লি: সাতসকালে ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৪.১। দিল্লির পাশাপাশি কম্পন অনুভূত হয়েছে নয়ডা, গুরুগ্রাম, গাজিয়াবাদ এবং ফরিদাবাদেও। তবে এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি।

Advertisement

বৃহস্পতিবার সকাল ৯টা ৪মিনিট নাগাদ জোরাল ভূমিকম্পে কেঁপে ওঠে দিল্লি এবং তার পার্শবর্তী অঞ্চল। জাতীয় ভূকম্পন পরিমাপকেন্দ্রে বা ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি-র তথ্য অনুযায়ী, এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল হরিয়ানার ঝাজ্জর জেলায় মাটি থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে। কম্পন অনুভূত হয়েছে, হরিয়ানার সোনিপত, রোহতক এবং হিসারেও। ভূমিকম্প অনুভূত হওয়ার কিছুক্ষণের মধ্যেই বিষয়টি নিয়ে সমাজমাধ্যমে পোস্ট করতে দেখা যায় বহু মানুষকে। আতঙ্কে বাড়ির বাইরে বেরিয়ে আসেন বাসিন্দারা। দিল্লি এবং গুরুগ্রামে প্রচুর অফিস রয়েছে। ভূমিকম্পের সময় সেই অফিসগুলির কম্পিউটার কাঁপতে শুরু করেছিল বলে জানা গিয়েছে। 

প্রসঙ্গত, গত ফেব্রুয়ারি মাসেও ভূমিকম্পের কবলে পড়েছিল দিল্লি। সেই সময়ে তীব্রতা ছিল ৪। তখনও কোনও ক্ষয়ক্ষতি হয়নি। ভূবিজ্ঞানীদের মতে, ভৌগোলিক অবস্থানের কারণে দিল্লিতে ভূমিকম্প অস্বাভাবিক নয়।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement