সোমনাথ রায়, নয়াদিল্লি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে ‘কুকথা’র জের। দিলীপ ঘোষকে (Dilip Ghosh) শোকজ করল কমিশন। ২৯ মার্চ বিকেল পাঁচটার মধ্যে তাঁকে জবাব দিতে হবে, অন্যথায় তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে কমিশন। উল্লেখ্য, এদিন সকালেই কমিশনের দ্বারস্থ হয়ে বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিল তৃণমূলের প্রতিনিধি দল। এর কয়েক ঘণ্টার মধ্যে শোকজ করল কমিশন।
বর্ধমান- দুর্গাপুর কেন্দ্রের প্রার্থী দিলীপ ঘোষ সম্প্রতি প্রচারে গিয়ে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে দিলীপ বলেছিলেন, “উনি গোয়ায় গিয়ে বলেন, ‘আমি গোয়ার মেয়ে’। ত্রিপুরায় গিয়ে বলেন, আমি ‘ত্রিপুরার মেয়ে’। আরে বাপ তো আগে ঠিক করুন। যার তার মেয়ে হওয়া ঠিক নয়।” এর পরই তাঁর বিরুদ্ধে সরব হয়েছিল তৃণমূল। প্রথমে তারা ইমেল মারফত অভিযোগ জানায় কমিশনে। বৃহস্পতিবার তৃণমূলের প্রতিনিধি দল কমিশনে গিয়ে অভিযোগ করে। এর পরই দিলীপকে শোকজ করল জাতীয় নির্বাচন কমিশন।
উল্লেখ্য, মুখ্যমন্ত্রীকে কুরুচিকর আক্রমণের জন্য মঙ্গলবার দিলীপকে শোকজ করে নোটিস পাঠায় কেন্দ্রীয় বিজেপি। যেখানে লেখা হয়েছে, “মাননীয় দিলীপ ঘোষ, আপনার মন্তব্য অত্যন্ত অশোভনীয় এবং অসংসদীয়। বিজেপি এই ধরনের সংস্কৃতি বহন করে না। আপনার বক্তব্যের তীব্র নিন্দা করছে দল। বিজেপির সর্বভারতীয় সভাপতি মাননীয় জেপি নাড্ডার নির্দেশ অনুযায়ী যত দ্রুত সম্ভব আপনার এই আচরণের ব্যাখ্যা দিন।” এর পর কমিশনও তাঁর কাছে ব্যাখ্যা চাইল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.