ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এসআইআর নিয়ে উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতিতে ফের অস্বস্তিতে বিজেপি। বিহারের বিজেপি নেতা এবং উপ-মুখ্যমন্ত্রী বিজয় কুমার সিনহার পরে এবার নির্বাচন কমিশনের নজরে মুজফফরপুরের মেয়র নির্মলা দেবী। দু’টি ভোটার কার্ড রাখার অভিযোগে তাঁর বিরুদ্ধে নোটিস পাঠিয়েছে কমিশন।
কমিশনের এই নোটিসের জবাব ১৬ আগস্টের মধ্যে দিতে বলা হয়েছে নির্মলা দেবীকে। গত রবিবার বিহারের বিজেপি নেতা এবং উপ-মুখ্যমন্ত্রী বিজয় কুমার সিনহাকে নোটিস পাঠায় কমিশন। তাঁর বিরুদ্ধেও দুটি ভোটার কার্ড থাকার এবং দুই জায়গার ভোটার হওয়ার অভিযোগ ছিল। এবার নজরে নির্মলা। তাঁর দুই আত্মীয় মনোজ কুমার এবং দীলিপ কুমারকেও নোটিস পাঠানো হয়েছে। সকালেই এই তিন জনের বিরুদ্ধে দু’টি ভোটার কার্ড রাখার অভিযোগ করেছিলেন আরজেডি নেতা তেজস্বী যাদব। এরপরেই দ্রুত ইআরও-র পক্ষ থেকে এই চিঠি পাঠানো হয় সকলকে।
কমিশনের বিরুদ্ধে তোপ দেগে তেজস্বী অভিযোগ করেছেন, বিজেপি-র সঙ্গে মিলে কাজ করছে কমিশন। তাঁর দাবি, বিজেপি নেতাদের দু’টি করে ভোটার কার্ড বানাতে সাহায্য করছে কমিশন। যদিও এই দাবি নস্যাৎ করেছে বিজেপি। তাদের দাবি এই অভিযোগ মিথ্যে এবং বিভ্রান্তিকর।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.