প্রতীকী ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্যবসায়ীর কাছ থেকে ২০ লক্ষ টাকা ঘুষ নেওয়ার সময় পাকড়াও ইডি আধিকারিক। বৃহস্পতিবার ইডির ডেপুটি ডিরেক্টরকে গ্রেপ্তার করেছে সিবিআই। শুক্রবার এই খবর প্রকাশ করা হয়েছে। জানা গিয়েছে, একটি মামলা তুলে নেওয়ার কথা বলে ওড়িশা ইডির ডেপুটি ডিরেক্টর চিন্তন রঘুবংশী পাথর খাদানের ব্যবসায়ী রতিকান্ত রাউতের কাছে পাঁচ কোটি টাকা ঘুষ চেয়েছিলেন। সেই টাকা নিতে গিয়েই হাতে নাতে গ্রেপ্তার করা হয় তাঁকে।
সিবিআই সূত্রে জানা গিয়েছে, ওই ব্যবসায়ীর কাছ থেকে প্রথম কিস্তির টাকা নেওয়ার কথা জানতে পারেন সিবিআই আধিকারিকরা। এরপরই ফাঁদ পাতে সিবিআই। সেই ফাঁদে পড়ে ২০ লক্ষ টাকা-সহ হাতেনাতে ধরা পড়ে ওই ইডি আধিকারিক।
চিন্তন রঘুবংশী ২০১৩ সালের আইআরএস অফিসার ছিলেন। একটি দুর্নীতি মামলার তদন্তভার দেওয়া হয়েছিল তাঁকে। অভিযোগ একটি মামলায় রতিকান্ত রাউত নামে ওই ব্যবসায়ীকে গত মার্চ মাসে জেরা করার জন্য ডেকে পাঠান চিন্তন রঘুবংশী। সেখানেই তাঁর কাছ থেকে মামলা থেকে অব্যহতির জন্য এই বিপুল টাকা ঘুষ চাওয়া হয়।
| CBI arrested ED Deputy Director on charges of accepting a bribe of Rs 20 lakh in Bhubaneswar.
The arrest was made following a sustained 12-hour interrogation that began on Thursday. from the CBI office in Bhubaneswar
— Argus News (@ArgusNews_in)
এদিকে এই ঘটনার পর সিবিআইয়ের দ্বারস্থ হন ওই ব্যবসায়ী। তাঁর অভিযোগ ছিল, মামলা তুলে নেওয়ার পরিবর্তে তাঁর কাছে এই বিপুল পরিমাণ টাকা দাবি করে এক তৃতীয় ব্যক্তির সঙ্গে দেখা করতে বলা হয়। ওই তৃতীয় ব্যক্তি গত ২৭ মার্চ ব্যবসায়ীর সঙ্গে দেখা করেন। যদিও কোনও ভাবেই পাঁচ কোটি টাকা দিতে রাজি ছিলেন না। এরপরেই দু’কোটি টাকার বিনিময়ে কেস তুলে নেওয়ার রফা করা হয়। এরই মধ্যে সিবিআইকে সব বিষয়টি জানান ওই ব্যবসায়ী। এরপরই FIR দায়ের করে সিবিআই। বৃহস্পতিবার ব্যবসায়ীর থেকে প্রথম কিস্তির টাকা নেওয়ার সময় হাতে নাতে পাকড়াও করা হয় ওই ইডি আধিকারিককে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.