Advertisement
Advertisement
Anil Ambani

১৭ হাজার কোটি টাকার প্রতারণার অভিযোগ, অনিল আম্বানিকে তলব ইডির

এর আগে ২০২৩ সালে ইডি তলব করেছিল অনিলকে।

ED summons Anil Ambani over loan fraud case

ফাইল ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:August 1, 2025 10:10 am
  • Updated:August 1, 2025 10:10 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার অনিল আম্বানিকে তলব করল ইডি। শুক্রবারও তাঁর সঙ্গে সম্পর্কিত একাধিক অফিস এবং অন্যান্য স্থানে ইডি তল্লাশি চালাচ্ছে। সেই তল্লাশি চলাকালীনই অনিলকে তলব করা হয়েছে নয়াদিল্লির ইডি হেড কোয়ার্টারে। আগামী ৫ তারিখ হাজিরা দিতে হবে তাঁকে।

Advertisement

আর্থিক তছরুপের তদন্ত চলছ রিলায়্যান্স গ্রুপের প্রোমোটিং ডিরেক্টর অনিলের বিরুদ্ধে। অন্তত ১৭ হাজার কোটি টাকার প্রতারণার অভিযোগ রয়েছে তাঁর নামে। সেই অভিযোগের ভিত্তিতে গত সপ্তাহেই তাঁর ৫০টি সংস্থায় তল্লাশি চালাল ইডি। বৃহস্পতিবার দিল্লি এবং মুম্বইয়ের ৩৫টি জায়গায় তল্লাশি শুরু হয়। জিজ্ঞাসাবাদ করা হয় অন্তত ২৫ জনকে। সূত্র মারফত জানা যায়, সিবিআইয়ের দায়ের করা দু’টি এফআইআরের ভিত্তিতেই অনিলের নানা সংস্থায় হানা দিয়েছে ইডি। শুক্রবার কলকাতা এবং ভুবনেশ্বরের বেশ কয়েকটি দপ্তরেও ইডি তল্লাশি শুরু হয়। তার মাঝেই সমন পেলেন অনিল।

রিলায়েন্স কমিউনিকেশনস এবং তার প্রোমোটিং ডিরেক্টর অনিল ডি আম্বানিকে ‘ফ্রড’ হিসাবে উল্লেখ করে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। গত সপ্তাহে সংসদে কেন্দ্র জানায়, এবার সিবিআইয়ের কাছে অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছে দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। অনিল আম্বানির সংস্থা আগেই নিজেদের দেউলিয়া ঘোষণা করেছে। সম্পত্তি বেচে পাওনাদারদের দেনা মেটানোর চেষ্টাও করেছেন রিলায়েন্সের কর্ণধার। কিন্তু তাতেও সমস্যা কমছে না অনিল আম্বানির।

এর আগে ২০২৩ সালে ইডি তলব করেছিল অনিলকে। দীর্ঘ জেরার মুখে পড়তে হয়েছিল তাঁকে। এর আগে ২০২০ সালেও একবার অনিল আম্বানিকে তলব করেছিল ইডি। ইয়েস ব্যাংকের ঋণ মামলায় তাঁর নাম জড়িয়েছিল। পরে সেই অভিযোগে গ্রেপ্তার হন ব্যাংকের অন্যতম প্রতিষ্ঠাতা রানা কাপুর। এবার ফের ইডির কোপে পড়লেন অনিল।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ