ফাইল ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লড়াই হবে জোট বেঁধে। কিন্তু জিতলে সরকার গঠন করবে শুধু AIADMK। বিজেপিকে সরকারে শামিল করা হবে না। তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের ১০ মাস আগেই স্পষ্ট জানিয়ে দিল জয়ললিতার দল। AIADMK-র বর্তমান প্রধান ই পালানিস্বামী জানিয়েছেন, বিজেপির সঙ্গে জোটে কোনও সমস্যা নেই। কিন্তু ভোটের পর স্বাধীনভাবে একক শক্তিতে সরকার গড়বে AIADMK।
সেই ১৯৯৮ সালে জয়ললিতা মুখ্যমন্ত্রী থাকাকালীন এআইএডিএমকে দলের সঙ্গে জোট বেঁধেছিল বিজেপি। সেই সময় থেকেই এনডিএ শরিক ছিল জয়ললিতার দল। তবে দীর্ঘ বছরের এই সম্পর্কে দাড়ি পড়ে ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে। ২১-এর বিধানসভা নির্বাচনে ব্যর্থ হওয়ার পর ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে বিজেপির সঙ্গে জোটে ভাঙন ধরে এআইএডিএমকে’র। ছাব্বিশের বিধানসভার আগে ফের জোট বেঁধেছে দুই শিবির। বিজেপির সঙ্গে জোট বাঁধার জন্য এআইএডিএম-কে প্রচুর কটাক্ষও শুনতে হয়েছে। ডিএমকে সুপ্রিমো স্ট্যালিন বলে দিয়েছেন, এবার বিজেপির ক্রীতদাসের মতো থাকতে হবে এআইএডিএমকে-কে।
সম্ভবত স্ট্যালিনের সেই খোঁচার জবাব দিতেই পালানিস্বামী আগেভাগে ঘোষণা করে দিলেন, “বিজেপির সঙ্গে আমাদের জোট শুধু বিধানসভা নির্বাচনের জন্য। ভোটের পর আমরা একাই স্বতন্ত্রভাবে সরকার গঠন করব। আমি নিজে সিদ্ধান্ত নেব। এবং আমিই মুখ্যমন্ত্রী হব।” পালানির স্পষ্ট বার্তা, বিজেপিকে ভোটের সময় ব্যবহার করলেও লাভের গুঁড়ে কোনও ভাগ দেওয়া হবে না। আসলে তামিল রাজনীতিতে ইদানিং জাতীয় দলগুলিকে ব্রাত্য করে রাখা ট্র্যাডিশন হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে যে স্ট্যালিনের সরকার চলছে সেই সরকারে কংগ্রেসের সমর্থন থাকলেও মন্ত্রিসভায় কংগ্রেসকে জায়গা দেওয়া হয়নি। তেমনি আগামী দিনে বিজেপিকেও জায়গা দেবে না জয়ললিতার দল।
স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এআইএডিএমকের সঙ্গে জোট করে বিজেপির লাভটা কী হল? কদিন আগে পর্যন্ত তামিলভূমে একক শক্তিতে ক্ষমতা দখলের স্বপ্ন দেখছিল বিজেপি। কার্যত ডেইলি প্যাসেঞ্জারি করছিলেন মোদি-শাহরা। অথচ, এখন সেই তামিলভূমে জুনিয়র পার্টনার বিজেপি। এমনকী জিতলেও ক্ষমতার ভাগ পাবে না তারা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.