Advertisement
Advertisement
PM Modi-Inspired Film

প্রেরণার উৎস! স্কুলে দেখাতে হবে প্রধানমন্ত্রী মোদির জীবন অবলম্বনে তৈরি ছবি, নির্দেশ কেন্দ্রের

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বুধবার থেকে ‘প্রেরণা’ নামের একটি শিক্ষা অভিযান শুরু করেছে কেন্দ্র।

Education Ministry Directs Schools To Show PM Modi-Inspired Film ‘Chalo Jeete Hain’
Published by: Subhajit Mandal
  • Posted:September 17, 2025 5:02 pm
  • Updated:September 17, 2025 5:04 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনিই প্রেরণার উৎস! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জীবন অবলম্বনে তৈরি ছবি ১৭ দিন ধরে দেখানো হবে সরকারি স্কুলে। একযোগে সিবিএসই, কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন এবং নবোদয় বিদ্যালয় সমিতিকে নির্দেশ পাঠাল কেন্দ্র। ওই নির্দেশ অনুযায়ী, ১৬ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত ওই বোর্ডগুলির অধীনে থাকা সব স্কুলে দেখাতে হবে ‘চলো জিতে হ্যায়’ ছবিটি। ওই ছবিটিতে প্রধানমন্ত্রীর ছেলেবেলার বিভিন্ন ঘটনা তুলে ধরা হয়েছে।

Advertisement

গত ১১ সেপ্টেম্বর কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের ওই নির্দেশিকা পৌঁছে গিয়েছে সিবিএসই, কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন এবং নবোদয় বিদ্যালয় সমিতিতে। ওই নির্দেশিকায় বলা হয়েছে, ১৬ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত ‘চলো জিতে হ্যায়’ ছবিটি দেখাতে হবে স্কুলে স্কুলে। কেন্দ্রের নির্দেশিকায় বলা হয়েছে, “এই ছবিটা পড়ুয়াদের অনুপ্রেরণা জোগাবে। চরিত্রগঠন, সেবা এবং দায়িত্বভার নিয়ে চিন্তা করতে শেখাবে এই ছবি। সামাজিক-মানসিক শিক্ষা, সহানুভূতি, আত্মপ্রতিফলনেও সহায়তা করবে।”

বস্তুত, প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বুধবার থেকে ‘প্রেরণা’ নামের একটি শিক্ষা অভিযান শুরু করেছে কেন্দ্র। ‘প্রেরণা’ অভিযানের অন্যতম অঙ্গ ‘চলো জিতে হ্যায়’ ছবিটি দেখানো। ছবির প্রযোজকদের দাবি, এটি বিবেকানন্দের আদর্শ প্রচারে তৈরি। এই ছবি দেখলে মূল্যবোধ শিখবে পড়ুয়ারা। তবে নিন্দুকরা বলেন পুরো ছবিটিই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জীবন নিয়ে। ১৭ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত দেশের বিভিন্ন সিনেমা হলেও এই ছবি দেখানো হবে। ইতিমধ্যেই শ্রেষ্ঠ নন ফিচার সেকশনে ছবিটি জাতীয় পুরস্কার জিতেছে।

স্কুলে এই ছবি দেখানোর নির্দেশিকা নিয়ে ইতিমধ্যেই বিতর্ক তৈরি হয়েছে। বিরোধীদের দাবি, মোদি জমানায় আগেই শিক্ষার গৈরিকিকরণ হয়েছে। এবার সরকারি শিক্ষাব্যবস্থাকে ব্যবহার করে আত্মপ্রচারে মগ্ন মোদি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ