Advertisement
Advertisement
Eid-e-Milad holiday

গণপতি বিসর্জনের জন্য ইদের ছুটির দিনবদল মহারাষ্ট্রে! উদ্যোগ মুসলিমদেরই

সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে অক্ষুণ্ণ থাকে, সে জন্যই এই সিদ্ধান্ত।

Eid-e-Milad holiday in Mumbai not on September 16. Maharashtra govt reschedules
Published by: Subhajit Mandal
  • Posted:September 14, 2024 7:40 pm
  • Updated:September 14, 2024 7:41 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দু’মাস বাদেই নির্বাচন। তার আগে ইদ এবং গণপতি বিসর্জন নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিল মহারাষ্ট্রের বিজেপি-শিণ্ডে সেনার সরকার। গণপতি বিসর্জন সুষ্ঠুভাবে করার জন্য দুদিন পিছিয়ে দেওয়া হল ইদ-এ-মিলাদের ছুটি। সরকারি সূত্রের খবর, রাজ্যের মুসলিম সংগঠনগুলিই এই ছুটি পিছনোর আর্জি জানিয়েছিল।

Advertisement

আসলে আগামী ১৭ সেপ্টেম্বর পড়েছে অনন্ত চতুর্দশী, ওইদিনটি গণেশ উৎসবের শেষদিন। ওইদিনই মুম্বই তথা মহারাষ্ট্রজুড়ে গণেশ বিসর্জনের শোভাযাত্রা বেরোয়। তাতে মেগা আয়োজনও হয়। ঘটনাচক্রে তার আগের দিন ইদ-এ-মিলাদের ছুটি থাকার কথা ছিল। ১৬ সেপ্টেম্বর ইদ-এ-মিলাদ। ইদ-এ-মিলাদেও মুসলিম সম্প্রদায়ের মানুষ শোভাযাত্রা বের করেন। দুটি অনুষ্ঠানেই যাতে কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সেটা নিশ্চিত করতে ইদ-এ মিলাদের ছুটি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মহারাষ্ট্র সরকার এক বিবৃতিতে জানিয়েছে, এ বছর ইদ এ মিলাদের ছুটি ১৬ সেপ্টেম্বরের বদলে দেওয়া হবে ১৮ সেপ্টেম্বর। সরকারি সূত্রে জানানো হয়েছে, অধিকাংশ জেলার কাউন্সিলাররাই এই ব্যাপারে সম্মত হয়েছেন। গত রবিবার রাজ্যের কংগ্রেস নেতা নাদিম খান মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডেকে অনুরোধ করেন, ইদ-ই-মিলাদ উপলক্ষে ১৬ তারিখের বদলে যেন ১৮ তারিখ ছুটি ঘোষণা করা হয়। তার পরই সরকার ঘোষণা করল, ইদের ছুটির দিন বদল করা হচ্ছে। হিন্দু-মুসলিম সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে অক্ষুণ্ণ থাকে, সে জন্যই এই সিদ্ধান্ত।

দুমাস বাদে রাজ্যে ভোট। তার আগে সরকারের এই ঘোষণা খানিকটা বিতর্ক তৈরি করতে পারে। সেকারণেই সম্ভবত শিণ্ডে সরকার বোঝানোর চেষ্টা করছে, এই সিদ্ধান্ত তারা নিয়েছে মুসলিমদের উদ্যোগেই। সংখ্যালঘু সংগঠনগুলিই রাজ্যকে অনুরোধ করেছিল এই ধরনের সিদ্ধান্ত নিতে। আগের বছরও একই ভাবে বদলে দেওয়া হয়েছিল ইদ-এ-মিলাদের ছুটির দিন।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ