Advertisement
Advertisement
Srinagar

‘শ্রীনগরের জামা মসজিদে ইদের নামাজে নিষেধাজ্ঞা’, সরব মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা

সরকারের বিরুদ্ধে সরব মেহবুবা মুফতি।

Eid prayers not allowed at Jama Masjid in Srinagar

মসজিদের সামনে পাহারায় নিরাপত্তারক্ষীরা।

Published by: Amit Kumar Das
  • Posted:June 7, 2025 8:04 pm
  • Updated:June 7, 2025 8:04 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শ্রীনগরের ঐতিহাসিক জামা মসজিদে ইদের নামাজ পড়ায় নিষেধাজ্ঞা। শনিবার জম্মু ও কাশ্মীর প্রশাসনের তরফে মসজিদের দরজা বন্ধ করে বাইরে পুলিশ মোতায়েন করা হয়। শুধু তাই নয়, কাশ্মীরের ধর্মীয় নেতা মিরওয়াইজ ওমর ফারুখকে গৃহবন্দি করা হয়েছে বলে জানা যাচ্ছে। প্রশাসনের এহেন পদক্ষেপের বিরুদ্ধে সরব হয়েছেন, কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা ও বিরোধী নেত্রী মেহবুবা মুফতি।

Advertisement

শনিবার সকালে মসজিদ কর্তৃপক্ষের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়, ‘আমাদের ঐতিহ্য অনুযায়ী প্রতিবছর আমরা ঐতিহাসিক জামা মসজিদে বখরি ইদের নামাজ পড়তাম, তবে এবছরও প্রশাসনের তরফে এখানে পড়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মসজিদের দরজা বন্ধ রয়েছে, বাইরে পুলিশ মোতায়েন করা হয়েছে। এমনকী আজ সকালে ফজরের নামাজও পড়তে দেওয়া হয়নি।’ পাশাপাশি এক্স হ্যান্ডেলে ধর্মীয় নেতা মিরওয়াইজ লেখেন, ‘ইদ মোবারক। আবারও কাশ্মীর অত্যন্ত দুঃখজনক সত্যের মুখোমুখি হচ্ছে। ইদগাহে ইদের নামাজ পড়তে দেওয়া হচ্ছে না। এই নিয়ে টানা ৭ বছর জামা মসজিদ বন্ধ রাখা হয়েছে। আমাকেও গৃহবন্দি করা হয়েছে।’

সরকারের এই পদক্ষেপের বিরুদ্ধে সরব হয়েছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, “সকলকে ইদ মোবারক। আমি আশা করি জম্মু ও কাশ্মীরের এবং বিশ্বের মুসলিমদের জন্য শুভদিন আসবে এবং শান্তি ও ভাতৃত্ববোধ আরও দৃঢ় হবে।” একইসঙ্গে বলেন, “আমরা যখন ইদ উদযাপন করছি তখন দুঃখজনক ঘটনা শুনলাম, এবারও জামা মসজিদে ইদের নামাজ পড়ার অনুমতি দেওয়া হয়নি। আমি জানি না কেন এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে আমাদের এখানকার মানুষের উপর আস্থা রাখতে হবে। এরা তারাই যারা ২২ এপ্রিল জঙ্গি হামলার ঘটনার পর তার নিন্দা করেছিল।”

পাশাপাশি মেহবুবা মুফতি বলেন, “আল্লাহর কাছে প্রার্থনা করলাম, যাতে প্যালেস্টাইন ইজরায়েলের হাত থেকে মুক্ত হয়ে স্বাধীন দেশে পরিণত হয়।” পাশাপাশি মসজিদ বন্ধের ইস্যুতে বলেন, “আজ এই বিশেষ দিনে জামা মসজিদে তালা লাগিয়েছে, ফারুখ সাহেবকে গৃহবন্দি করেছে। এরপর যদি বলেন কাশ্মীরে সব ঠিক আছে। তাহলে কেন এই পদক্ষেপ? এখানকার সরকারও ওদের পুতুল হয়ে সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। এটা ঠিক নয়।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ