সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুলিশ সেজে ‘ডিজিটাল অ্যারেস্ট’। প্রতারকদের পাতা ফাঁদে পা দিয়ে ২১ লক্ষ টাকা খোয়ালেন মুম্বইয়ের বাসিন্দা এক বৃদ্ধা। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। তবে ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৫ আগস্ট বৃদ্ধাকে একটি ভিডিও কল করা হয়। অভিযোগ, পুলিশ সেজে ক্যামেরার সামনে আসে প্রতারকরা। বলা হয়, তাঁর আধার কার্ডের মাধ্যমে একটি ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলা হয়েছে এবং সেই অ্যাকাউন্টের মাধ্যমে বিভিন্ন সন্ত্রাসবাদীগোষ্ঠীগুলির সঙ্গে অর্থিক লেনদেন করা হচ্ছে। এরপরই ওই বৃদ্ধাকে গ্রেপ্তারির হুমকি দেওয়া হয়। বৃদ্ধার অভিযোগ, এক সপ্তাহেরও বেশি সময় ধরে তাঁকে মানসিক অত্যাচার করা হয়। চাওয়া হয় মোটা অঙ্কের টাকা। ফলে উপায় না পেয়ে তিনি বেশ কয়েকটি স্থায়ী আমানত ভাঙতে বাধ্য হন। ক্ষেপে ক্ষেপে মোট ২১ লক্ষ টাকা প্রতারকরা তাঁর কাছ থেকে হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ। মানসিকভাবে বিধ্বস্ত হয়ে সম্প্রতি ওই বৃদ্ধা পুলিশের দ্বারস্থ হন। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।
প্রসঙ্গত, গত বছরের শেষ থেকে ডিজিটাল অ্যারেস্টের নাম করে প্রতারণা বেশি করে সামনে আসছে। সিবিআই, ইডি কিংবা অন্যান্য কেন্দ্রীয় সংস্থার নাম করে ফোন করার পর ভয় দেখিয়ে হাতিয়ে নেওয়া হচ্ছে কোটি কোটি টাকা। সাইবার প্রতারণার থেকে বাঁচতে কেন্দ্রীয় সরকারের তরফে সচেতনতা মূলক প্রচারও করা হচ্ছে। তারপরও দেশের বিভিন্ন কোণা থেকে ডিজিটাল অ্যারেস্টের শিকার হওয়ার খবর আসতেই থাকছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.