ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যয়: আগামী মাসেই গুজরাট, কেরল ও পাঞ্জাবের পাশাপাশি পশ্চিমবঙ্গে উপনির্বাচন। বাংলার নদিয়ার কালীগঞ্জ বিধানসভা আসনে হবে ভোট। গত ফেব্রুয়ারিতে বিধায়ক নাসিরুদ্দিন আহমেদের মৃ্ত্যুর পর থেকেই ফাঁকা আসনটি।
দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন ‘লাল দা’ বলে জনপ্রিয় কালীগঞ্জের তৃণমূল বিধায়ক নাসিরুদ্দিন আহমেদ। চলতি বছরের ১ ফেব্রুয়ারি ৭০ বছর বয়সে তাঁর মৃত্যু হয়। তারপর থেকেই ফাঁকা পড়ে আসনটি। নিয়ম অনুযায়ী, ৩১ জুলাইয়ের মধ্যে এই আসনে উপনির্বাচন করাতেই হত। এদিন উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল কমিশন। আগামী ১৯ জুন, বৃহস্পতিবার হবে ভোট। ফল ঘোষণা হবে ২৩ তারিখ। একইদিনে গুজরাটের কাঁদি, ভিসাভাদার, কেরলের নীলাম্বর ও পঞ্জাবের লুধিয়ানা পশ্চিমে হবে উপনির্বাচন। আগামিকাল, সোমবার থেকে শুরু হবে মনোনয়ন পেশ। শেষ তারিখ ২ জুন।
প্রসঙ্গত, ২০১১ সালে প্রথমবার তৃণমূলের হয়ে ভোটে লড়াই করেন নাসিরুদ্দিন আহমেদ ওরফে লাল দা। সেবার জিতেও যান তিনি। কিন্তু ২০১৬ সালে ভোটের লড়াইতে জিততে পারেননি। ২০২১ সালে ফের তাঁর উপরই ভরসা করে দল। এবারও জেতেন তিনি। তবে বয়সজনিত কিছু শারীরিক সমস্যা ছিলই। চলতি বছরের ফেব্রুয়ারিতে মৃত্যু হয় তাঁর।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.