সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক ধাক্কায় ৩৪৫টি রাজনৈতিক দলের অনুমোদন বাতিল করার সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। একদিকে যখন ভুয়ো ভোটার, তালিকায় নাম তোলার নয়া প্রক্রিয়া নিয়ে দেশজুড়ে উঠেছে বিতর্কের ঝড়, সেই আবহে এক ধাক্কায় এতগুলি দলের অনুমোদন বাতিল করে দিল কমিশন। তবে এগুলির কোনওটিই প্রথম সারির দল নয়। এর সবগুলিই হল অস্বীকৃত রাজনৈতিক দল।
বৃহস্পতিবার এক নির্দেশিকায় কমিশনের তরফে জানানো হয়েছে, এই মুহূর্তে দেশজুড়ে রয়েছে এই ধরনের প্রায় ২৮০০ অস্বীকৃত রাজনৈতিক দল। যারা অনুমোদন পাওয়ার প্রয়োজনীয় শর্তাবলি পূরণ করেনি। তাদের মধ্যে এদিন যে ৩৪৫টি দলের অনুমোদন বাতিল করা হল, তারা গত ছ’ বছরে, অর্থাৎ ২০১৯ সাল থেকে কোনও নির্বাচনে অংশ নেয়নি।
প্রক্রিয়াগত শর্তাবলি পূরণ করানোর জন্য তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও দলগুলির দপ্তরও খুঁজে পাওয়া যায়নি। সেই কারণে প্রাথমিকভাবে এই দলগুলির অনুমোদন খারিজ করা হল। তবে এখানেই শেষ নয়। বাকি দলগুলির কাছেও কারণ দর্শানোর নোটিস পাঠানোর জন্য সংশ্লিষ্ট রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মুখ্য নির্বাচনী আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে। তাদের বক্তব্য শোনার পর ঠিক করা হবে দলগুলির ভবিষ্যৎ। কোনও দল যেন আত্মপক্ষ সমর্থনের সুযোগ থেকে বঞ্চিত না হয়, তাই এই সিদ্ধান্ত।
কিন্তু কেন হঠাৎ এভাবে অনুমোদন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হল? কমিশনের বক্তব্য, দেশের রাজনৈতিক ব্যবস্থা ঢেলে সাজানো ও সংস্কার করার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.