সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার মোবাইলের মাধ্যমেই দেওয়া যাবে ভোট! এ ক্ষেত্রে পথিকৃৎ হল বিহার। সামনেই বিহার বিধানসভার ভোট রয়েছে, তবে তার আগে পাটনা-সহ তিন জেলার ছয় পুরসভার নির্বাচনে পরীক্ষামূলকভাবে এই পদ্ধতি ব্যবহার হল। বিহার রাজ্য নির্বাচন কমিশন একটি অ্যাপ তৈরি করেছে। যেটা ব্যবহার করে ভোটাররা ভোটকেন্দ্রে না গিয়ে বাড়ি থেকেই ভোট দিতে পারবেন।
শুক্রবারই বিহার রাজ্য নির্বাচন কমিশনার দীপক প্রসাদ ঘোষণা করেছিলেন, ২৮ জুন ছ’টি পুরসভার নির্বাচনে ই-ভোটিং অনুষ্ঠিত হবে। পুর নির্বাচনের সময় পাইলট প্রকল্প হিসাবে শুরু হওয়া এই প্রকল্পের লক্ষ্য ভোটকেন্দ্রে পৌঁছতে অক্ষম ব্যক্তিদের ভোটদান সহজ করা। তাছাড়া, এই সুবিধাটি প্রতিবন্ধী ব্যক্তি, গর্ভবতী মহিলা, অভিবাসী শ্রমিক এবং অন্যান্যরা নিতে পারবেন। দীপক প্রসাদের মতে, ১০ হাজার ভোটার ই-ভোটিংয়ের জন্য রেজিস্ট্রেশন করেছেন এবং ৫০ হাজার ভোটার কেন্দ্রে না গিয়েই ই-ভোটিংয়ের মাধ্যমে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। জানা গিয়েছে, ই-এসইসিবিএইচআর নামে নতুন ই-ভোটিং সার্ভিস অ্যাপে জালিয়াতি রোখার ব্যবস্থাও রয়েছে। যার জন্য প্রযুক্তির সাহায্য নেওয়া হয়েছে।
ব্লকচেন প্রযুক্তি নিশ্চিত করে যে ভোটগুলি একটি নিরাপদ, অপরিবর্তনীয় সিস্টেমে রেকর্ড এবং সংগ্রহ করা হয়। ফেস অথেনটিকেশন এবং ম্যাচের মাধ্যমে লগইন করতে হবে। এ ছাড়াও ভোটারদের পরিচয় যাচাই করতে পারে এই সিস্টেম। ডিজিটাল স্ক্যানিং এবং ওসিআর (অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন) ভোটের সঠিক গণনা করতে পারে। ইভিএমে ভোটার ভেরিফায়েবল পেপার অডিট ট্রেল (ভিভিপিএটি) এর মতো অডিট ট্রেল ভোট ট্র্যাক করতে সহায়তা করে। ইভিএম স্ট্রংরুমে ডিজিটাল লক করতে পারে। মাত্র দু’জন ভোটার একটি মোবাইল নম্বর থেকে লগ-ইন করতে পারবেন। বৈধতা নিশ্চিত করার জন্য প্রতিটি ভোট ভোটার আইডি বিবরণ দিয়ে যাচাই করা হবে। দীপক প্রসাদ জানিয়েছেন যে এই অ্যাপে শক্তিশালী ডিজিটাল সিকিউরিটি সিস্টেম রয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.