Advertisement
Advertisement
Election Commission of India

‘ভোটচুরি’ রুখতে পোস্টাল ব্যালট গণনার নিয়মে বদল নির্বাচন কমিশনের

পুরনো নিয়মে ইভিএম-এর ভোট গণনার সঙ্গে পোস্টাল ব্যালট গণনার কোনও সরাসরি সম্পর্ক ছিল না।

Election Commission of India bring new rule for vote count

ফাইল ছবি

Published by: Anustup Roy Barman
  • Posted:September 25, 2025 4:18 pm
  • Updated:September 25, 2025 4:18 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সামনেই বিহারের বিধানসভা নির্বাচন। তার আগেই ভোটচুরি নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে একেরপর এক তোপ দেগে চলেছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এই কাজে শাসক দলের সঙ্গে কমিশনের সরাসরি যোগসাজশের অভিযোগও করেছেন রাহুল। এই অভিযোগে তিনি পাশে পেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তেজস্বী যাদব এবং আদিত্য ঠাকরের মতন বিরোধী নেতৃত্বকে। এই আবহেই নির্বাচন নিয়ে জারি হল নতুন নির্দেশিকা। এবার থেকে ভোট গণনার শেষ রাউন্ডের আগেই শেষ করতে হবে পোস্টাল ব্যালটের গণনা। ভোট গণনায় জালিয়াতি নিয়ে বারবার প্রশ্ন তোলেন বিরোধীরা। এই নির্দেশের মাধ্যমে সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে ধারণা রাজনৈতিক মহলের।

Advertisement

নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকায় ভোট গণনার নিয়মে পরিবর্তন করা হয়েছে। সেখানে বলা হয়েছে, ইভিএম-এর ভোট গণনার শেষ রাউন্ডের আগেই পোস্টাল ব্যালট গণনা শেষ করতে হবে। সাধারণত, পোস্টাল ব্যালট গণনা শুরু হয় সকাল ৮টায়। এর আধঘণ্টা পরে শুরু হয় ইভিএম-এর ভোট গণনা। পুরনো নিয়মে ইভিএম-এর ভোট গণনার সঙ্গে পোস্টাল ব্যালট গণনার কোনও সরাসরি সম্পর্ক ছিল না। সেই ক্ষেত্রে পোস্টাল ব্যালট গণনার আগে ইভিএম-এর ভোট গণনা শেষ হওয়ার ক্ষেত্রে কোনও সমস্যা ছিল না।

সাধারণত পোস্টাল ব্যালট গণনা শেষ হয়ে যায় ইভিএম-এর গণনা শেষ হওয়ার আগেই। যদিও কিছু ক্ষেত্রে এর ব্যতিক্রম হওয়ারও সম্ভাবনা থাকে। কিন্তু, এবার ভোট গণনার প্রক্রিয়ায় অভিন্নতা এবং স্বচ্ছতা বজায় রাখার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে গণনাকেন্দ্রের পোস্টাল ব্যালট গণনা শেষ হওয়ার আগে ইভিএম-এর শেষ রাউন্ডের গণনা শুরু হবে না।

সামনেই বিহারের বিধানসভা নির্বাচন। সেই নির্বাচন নিয়ে ইতিমধ্যেই উত্তেজনার পারদ তুঙ্গে উঠেছে। বিহার জুড়ে যাত্রা শেষ করেছেন রাহুল গান্ধী। এখন রাজ্যজুড়ে যাত্রা চলছে আরজেডি নেতা তেজস্বী যাদবের। একাধিকবার রাজ্যে পৌছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গুরুত্বপূর্ণ নির্বাচন যত এগিয়ে আসছে, কংগ্রেস বিহারে ‘ভোট চুরি’র ইস্যু এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন নিয়ে নির্বাচন কমিশন এবং কেন্দ্রের উপর আক্রমণ তত তীব্র করছে। গত সপ্তাহে, কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী আক্রমণের ঝাঁজ বাড়িয়ে বলেন, নির্বাচন কমিশন ‘ভোট চোর’দের রক্ষা করছে। ১৯ সেপ্টেম্বর নিজের ট্যুইটে লেখেন, ‘ভোর ৪টেয় ঘুম থেকে উঠুন, ৩৬ সেকেন্ডে ২ জন ভোটারকে বাদ দিন, তারপর আবার ঘুমাতে যান – এভাবেই ভোট চুরি ঘটে! নির্বাচনের প্রহরী জেগে রইলেন, চুরির দিকে নজর রাখলেন এবং চোরদের রক্ষা করলেন।’ যদিও বিরোধী দলনেতার এই দাবি নস্যাৎ করে দিয়েছে নির্বাচন কমিশন।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ