Advertisement
Advertisement
Atishi

বিজেপিতে যোগ না দিলে গ্রেপ্তার! দাবি করে কমিশনের নোটিস পেলেন অতিশী

বিজেপির দাবি, কেজরির মন্ত্রীর এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন।

Election Commission sent notice Atishi over an alleged poll code violation
Published by: Biswadip Dey
  • Posted:April 5, 2024 3:00 pm
  • Updated:April 5, 2024 3:00 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লির কেজরি সরকারের মন্ত্রী অতীশীকে নোটিস পাঠাল নির্বাচন কমিশন (Election Commission)। তাঁর বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তুলেছে বিজেপি। কয়েকদিন আগেই অতিশীকে বলতে শোনা গিয়েছিল, বিজেপি (BJP) তাঁকে হুমকি দিয়েছে ঝাঁটা শিবির থেকে পদ্ম শিবিরে যোগ না দিলে গ্রেপ্তার করার। কমিশনের তরফে শনিবার বিকেল পাঁচটার মধ্যেই নোটিসের জবাব দিতে বলা হয়েছে অতিশীকে।

Advertisement

গত মঙ্গলবারই ওই বিস্ফোরক দাবি করতে দেখা গিয়েছিল আপ নেত্রীকে। তিনি বলেন, “আমার এক পরিচিত ব্যক্তির মাধ্যমে বিজেপিতে যোগের প্রস্তাব দেওয়া হয়েছে। সোজাসুজি বলে দেওয়া হয়েছে, বিজেপিতে গিয়ে আমার রাজনৈতিক কেরিয়ার বাঁচাতে পারি। তা না হলে এক মাসের মধ্যে গ্রেপ্তার হতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে আপের সব নেতাকে জেলে ভরবেন।”

[আরও পড়ুন: রাজ্যসভার সাংসদ হিসেবে শপথগ্রহণ সোনিয়ার, মজলেন শমীকের বোনের শাড়িতে]

আবগারি দুর্নীতি মামলায় কেজরিওয়াল ছাড়াও জেলে রয়েছেন আরও তিন হেভিওয়েট আপ নেতা। অতিশীর (Atishi) দাবি, পরের ধাপে থাকা আরও চার নেতাও রয়েছেন নিশানায়। এই অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিয়েছে বিজেপি। দিল্লির বিজেপি সভাপতি বীরেন্দ্র সচদেবের বক্তব্য, কোনও প্রমাণ ছাড়াই এমন দাবি করছেন অতিশী। তাঁর কথায়, ”আপ এখন একটা সংকটের ভিতর দিয়ে যাচ্ছে। আর তার জেরেই অবসাদ থেকে ওরা এই ধরনের ভিত্তিহীন অভিযোগ করে চলেছে। কিন্তু ওঁকে এমন করতে দেব না।”

[আরও পড়ুন: ‘ভারতের জনতাই নিশ্চিত করবে অবাধ নির্বাচন’, রাষ্ট্রসংঘের উদ্বেগ ওড়ালেন জয়শংকর]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ