Advertisement
Advertisement

Breaking News

Election Commission

বিরোধীদের চাপ! ভোটার তালিকায় স্বচ্ছ্বতা আনতে কাজ শুরু কমিশনের

ভুয়ো ভোটার নিয়ে সবার প্রথমে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়।

Election Commission to now use death registration data in electoral rolls
Published by: Subhajit Mandal
  • Posted:May 2, 2025 1:46 pm
  • Updated:May 2, 2025 3:11 pm  

বিশেষ সংবাদদাতা, নয়াদিল্লি: ভোটার তালিকায় স্বচ্ছতা, ভোটারদের সুবিধার্থে ভোটার স্লিপ ও বুথস্তরের অফিসারদের দায়িত্ব স্পষ্ট করার পাশাপাশি কমিশনের তরফে তাঁদের পরিচয়পত্র প্রদান করা হবে। তিনটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। বিশেষ করে মৃত ভোটারের নাম বাদ দেওয়ার পদ্ধতিতে বড়সড় পরিবর্তন করা হচ্ছে। এজন্য কমিশনের তরফে একটি ওয়েবসাইট তৈরি করা হবে। যেখানে মৃত ব্যক্তির পরিবার নিজেরাই ভোটর তালিকা থেকে নাম বাদ দিতে পারবেন।

Advertisement

স্বচ্ছ ভোটার তালিকা নিয়ে প্রথম সরব হন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটার তালিকায় বহু ভুয়ো ভোটার রয়েছে বলে অভিযোগ করেন। অভিযোগ ছিল, অন্য রাজ্যের ভোটারদের নাম বাংলার তালিকায় ঢোকানো হয়েছে। আবার এক ব্যক্তির একাধিক জায়গায় নাম রয়েছে বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। মহারাষ্ট্র ও হরিয়ানার ভোটের পর একই অভিযোগ করেন রাহুল গান্ধী। তাঁর অভিযোগ ছিল, এই দুই রাজ্যের ভোটের আগে আচমকাই বিভিন্ন এলাকায় ভোটারের সংখ্যা বৃদ্ধি হয়। যা কখনই সম্ভব নয়।

মমতার অভিযোগের পর নিজ নিজ এলাকায় ভুয়ো ভোটার চিহ্নিত করতে নামেন দলের নেতা কর্মীরা। বহু ‘ভুয়ো’ ভোটারের সন্ধান মেলে। দলের তরফে সংসদীয় প্রতিনিধি দল কমিশনে গিয়ে অভিযোগও জানিয়ে আসে। এরপরেই নড়েচড়ে বসে কমিশন। মনে করা হচ্ছে, স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করতে কমিশনের এটাই প্রথম পদক্ষেপ। কমিশনের তরফে জানানো হয়েছে, মৃত ব্যক্তিদের নাম বাদ দেওয়ার জন্য তাঁদের ওয়েবসাইটে একটি বিকল্প ব্যবস্থা রাখা হবে। যাতে তথ্যপ্রমাণ দিয়ে মৃত ভোটারের পরিবারের সদস্যরা তাঁর নাম বাদ দেওয়ার আবেদন করতে পারে। তাতে স্বচ্ছ ভোটার তালিকা প্রকাশ করার ক্ষেত্রে সুবিধা হবে। দ্বিতীয়ত, কমিশনের তরফে ভোটারদের যে স্লিপ দেওয়া হয় তাতে বুথের নাম ও নম্বর এবং সিরিয়াল নম্বর এমনভাবে লেখা থাকবে যাতে ভোট দিতে যাওয়ার সময় ভোটারদের যেন কোনও অসুবিধা না হয়।

এছাড়াও, সম্প্রতি বাংলা ও বিহারের বুথস্থরের অফিসারদের প্রশিক্ষণ দিয়েছে কমিশন। সেখানে তাঁদের কর্তব্য নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। এবার কমিশনের তরফে তাঁদের পরিচয়পত্র প্রদান করা হবে। যাতে কে কোন বুথের দায়িত্ব পালন করবে তার উল্লেখ থাকবে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement