ফাইল ছবি
সোমনাথ রায়, নয়াদিল্লি: দেশের নির্বাচন প্রক্রিয়াকে স্বচ্ছ করার লক্ষ্যে বড় পদক্ষেপ জাতীয় নির্বাচন কমিশনের। কেড়ে নেওয়া হল রেজিস্টার্ড আনরিকগনাইজড পলিটিক্যাল পার্টি (আরইউপিপিএস) অর্থাৎ নথিভুক্ত অনামি দল হিসাবে ৪৭৬টি রাজনৈতিক দলের তকমা। গত ছয় বছরে একটি নির্বাচনেও অংশ না নেওয়ার অভিযোগ রয়েছে এই রাজনৈতিক দলগুলির বিরুদ্ধে। আর এরপরেই বড় পদক্ষেপ কমিশনের। চলতি মাস অর্থাৎ গত ৯ অগাস্ট প্রথম ধাপে ৩৩৪ টি রাজনৈতিক দলের নাম সরানো হয়। নির্বাচনের নিয়ম এবং এই সংক্রান্ত আইন না মানার অভিযোগ ছিল এই রাজনৈতিক দলগুলির বিরুদ্ধে। এরপরেই পদক্ষেপ করা হয়। সেই প্রক্রিয়ার অধীনে এবার আরও ৪৭৬টি রাজনৈতিক দলের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হল।
ইতিমধ্যে নির্বাচন কমিশনের তরফে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। কমিশনের তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, দ্বিতীয় পর্যায়ে নথিভুক্ত অনামি দল হিসাবে ৪৭৬টি রাজনৈতিক দলকে চিহ্নিত করা হয়েছে। এই রাজনৈতিক দলগুলি দেশের একাধিক রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, বিজেপি শাসিত উত্তরপ্রদেশে থাকা সবথেকে বেশি এমন রাজনৈতিক দলের নাম বাতিল করা হয়েছে। বাতিল হয়েছে প্রায় ১২১ টি দলের রেজিস্ট্রেশন।
এরপরেই আছে তামিলনাড়ু। সে রাজ্যে প্রায় ৪২ টি রাজনৈতিক দলের রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছে। তৃতীয় তালিকায় আছে দিল্লি। দেশের রাজধানীর ক্ষমতায় এখন বিজেপি। সেখানে রেজিস্টার্ড আনরিকগনাইজড পলিটিক্যাল পার্টি (আরইউপিপিস) হিসাবে ৪১ টি রাজনৈতিক দলের রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছে বলে নির্বাচন কমিশনের জারি করা বিজ্ঞপ্তিতে জানা গিয়েছে।
তালিকার একেবারে শেষে রয়েছে পশ্চিমবঙ্গ। কমিশনের তথ্য অনুযায়ী, কমিশনের নিয়ম না মানার কারণে ১২ টি রাজনৈতিক দলের তকমা কেড়ে নেওয়া হয়েছে। অর্থাৎ বিজেপিশাসিত রাজ্যগুলিতে ‘ব্যাঙের ছাতা’র মতো আরইউপিপিএস থাকলেও, বাংলায় সেখানে সংখ্যাটা নগণ্য। কমিশন সূত্রে আরও খবর, এই রাজনৈতিক দলগুলির বিরুদ্ধে গত ছয় বছরে একটিও নির্বাচনে না লড়ার অভিযোগ রয়েছে। পাশাপাশি আয়কর ফাঁকি দেওয়ার মতো গুরুতর অভিযোগও সামনে এসেছে।
ওয়াকিবহাল মহলের একাংশের মত, কর ছাড়ের মতো একাধিক সুবিধা পেতেই কমিশনে নাম নথিভুক্ত করায় এই রাজনৈতিক দলগুলি। এমনকী আর্থিক তছরুপেরও অভিযোগ রয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.