সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গানের গুঁতোয় রেগে কাঁই গজরাজ। যার জেরে রথযাত্রার সমারোহ মুহূর্তে পরিণত হল আতঙ্কে। ভিড়ের মাঝে উদ্ভ্রান্তের মতো ছুটতে শুরু করল হাতি। প্রাণে বাঁচতে হুড়োহুড়ি পড়ে গেল এলাকায়। ঘটনায় আহত হয়েছে ২ জন। ভয়াবহ এই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল।
জানা গিয়েছে, আহমেদাবাদের খাদিয়ার দেশাই নি পোলের কাছে ১৪৮ বছরের পুরনো এক রথযাত্রার জৌলুস বের হয়েছিল শুক্রবার। সকাল থেকে শুরু হয় এই শোভাযাত্রা। জাঁকজমকপূর্ণ এই শোভাযাত্রায় ভিড় জমান হাজার হাজার মানুষ। অনুষ্ঠানে ছিল ১৮টি হাতি, ১০১টি ট্রাক, ৩০টি আখড়া, ১৮টি ভজন দল। একইসঙ্গে বাজছিল ডিজে। প্রবল শব্দের জেরে শোভাযাত্রা বের হওয়ার কিছুক্ষণের মধ্যেই অস্বাভাবিক আচরণ করতে শুরু করে একটি পুরুষ হাতি। শোভাযাত্রা যত এগোতে থাকে পরিস্থিতি ততই খারাপ হতে থাকে। একসময় ভিড় ছেড়ে ব্যারিকেড ভেঙে পালাতে শুরু করে একটি হাতি। তার সঙ্গ নেয় আরও দুই তিনটি হাতি। এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন সেখানে উপস্থিত ভক্তরা।
VIDEO | Gujarat: Chaos erupted during the Jagannath Rath Yatra in Ahmedabad as elephants went out of control and trampled people. Further details awaited.
(Source: Third Party)
(Full video available on PTI Videos – )
— Press Trust of India (@PTI_News)
হাতির পায়ের নিচে চাপা পড়ার ভয়ে হুড়োহুড়ি পড়ে যায় ভিড়ের মধ্যে। যার জেরে আহত হন দুই জন। ভাইরাল ভিডিওতে দেখা যায়, হঠাৎ ভিড়ের মধ্যে ছুটতে শুরু করে হাতিটি। হাতির উপর থেকে নিচে পড়ে যান মাহুত। প্রাণে বাঁচতে দৌড়তে শুরু করেন উপস্থিত লোকজন। শেষে ব্যারিকেড ভেঙে পালায় হাতিটি। যদিও প্রশাসনের তরফে জানা গিয়েছে, ১৫ মিনিটের মধ্যে হাতিটিকে শান্ত করে পরিস্থিতি সামাল দেওয়া হয়। এরপর ১৮টি হাতির পরিবর্তে ১৪টি হাতি-সহ ফের শুরু হয় যাত্রা। পশু চিকিৎসকের তরফে জানানো হয়েছে, ডিজের প্রবল শব্দের জেরে অস্বাভাবিক আচরণ করছিল হাতিটি। এরপর ২৩ হাজার পুলিশ, ৪১টি ড্রোন ও সিসিটিভি ক্যামেরার নজরদারিতে শান্তভাবেই পরিচালিত হয় শোভাযাত্রা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.