সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অযোধ্যার রাম মন্দিরে গেলেন টেসলাকর্তা ইলন মাস্কের বাবা ইরল মাস্ক। বুধবার দুপুর আড়াইটে নাগাদ তিনি মন্দিরে পৌঁছন। তাঁর সঙ্গে ছিলেন মেয়ে আলেকজান্দ্রা মাস্ক এবং তাঁর সংস্থার অন্যান্য আধিকারিকরা। মন্দির ঘুরে মুগ্ধ হয়ে ইরল বলেন, “এটি একটি অসাধারণ মুহূর্ত।”
তিনি বলেন, “এখানে আসতে পেরে আমি খুবই আনন্দিত। আমি মন্দিরটির নির্মাণকাজ সম্পূর্ণ হওয়ার জন্য অপেক্ষা করছি। গোটা বিশ্বে এটি অন্যতম একটি আশ্চর্য।” রাম মন্দিরের পাশপাশি এদিন তাঁরা হনুমানগড়ি মন্দিরেও গিয়েছিলেন। ভারতীয় সংস্কৃতি এবং আতিথেয়তার প্রশংসা করে ইরল বলেন, “ভারত অত্যন্ত সুন্দর একটি দেশ। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আরও মানুষের এখানে আসা উচিত। এখানকার মানুষের মন ভালোবাসা এবং দয়ায় পরিপূর্ণ। আমি যেখানে থাকি সেখানেও অনেক ভারতীয়রা বসবাস করেন। তাই ভারতীয় সংস্কৃতি সম্পর্কে আমার ধারণা রয়েছে।” গত ১ মে তিনি ভারতে এসেছেন। বৃহস্পতিবার তাঁর ফিরে যাওয়ার কথা।
প্রসঙ্গত, রাম দরবারের প্রাণপ্রতিষ্ঠাকে কেন্দ্র করে সেজে উঠেছে অযোধ্যা। মঙ্গলবার থেকেই শুরু হয়ে গিয়েছে পুজো। বৃহস্পতিবার তা শেষ হওয়ার কথা। এদিন বিভিন্ন আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে রামমন্দিরের রাম দরবার এবং মন্দির চত্বরের গড়ে ওঠা আরও ছ’টি নতুন মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.