Advertisement
Advertisement
Heart Attack

‘শরীরটা ভালো নেই’, ছুটি চেয়ে বসকে মেসেজের ১০ মিনিটের মধ্যে মৃত্যু কর্মীর!

বছর চল্লিশের ওই কর্মীর মৃত্যুতে হতবাক প্রায় সকলেই।

Employee dies by severe heart attack 10 minutes after texting for sick leave
Published by: Sayani Sen
  • Posted:September 15, 2025 10:50 am
  • Updated:September 15, 2025 10:50 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পিঠে অসহ্য যন্ত্রণা। টানা বসে কাজ করা সম্ভব নয়। একথা উল্লেখ করে বসকে মেসেজ করেন। বস মেসেজ দেখে বেশি ভাবেননি। স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় ছুটি দিয়ে দিয়েছিলেন। তার ১০ মিনিটের মধ্যেই অঘটন। মৃত্যু কর্মীর। বছর চল্লিশের কর্মীর পরিণতিতে তাজ্জব ওই সংস্থার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে সহকর্মী – প্রায় সকলেই।

Advertisement

একটি বেসরকারি সংস্থার শীর্ষকর্তা কেভি আইয়ার সম্প্রতি X হ্যান্ডেলে দুঃখজনক এই ঘটনাটি শেয়ার করেন। তিনি লেখেন, “আমার সহকর্মী শংকর, সকাল ৮টা ৩৭ মিনিটে মেসেজ করে। লেখেন তাঁর প্রচণ্ড পিঠে, কোমরে যন্ত্রণা, অফিস আসতে পারছি না। ছুটির আবেদন জানান। আমি সকালের দিকে এমন মেসেজ পাই। তাই বেশি না ভেবে ছুটি দিয়ে দিয়েছিলাম। বেলা ১১টা নাগাদ একটি ফোন আসে। আমাকে জানানো হয়, মৃত্যু হয়েছে শংকরের। আমি প্রথমে বিশ্বাস করতে পারিনি। তাই অন্যান্য সহকর্মীর সঙ্গে যোগাযোগ করি। শংকরের বাড়ির ঠিকানা জানি। সেখানে তড়িঘড়ি পৌঁছই। দেখি সত্যি আর শংকর নেই।”

X হ্যান্ডেলে তিনি আরও লেখেন, “শংকর মাত্র ৪০ বছর বয়সি। বিবাহিত। এক সন্তানের বাবা। স্বাস্থ্যবান। আমার দলের সঙ্গে গত ৬ বছর যুক্ত। যিনি আমাকে সকাল ৮টা ৩৭ মিনিটে মেসেজ করলেন, তাঁরই ৮টা ৪৭ মিনিটে মৃত্যু হল, তা যেন মানা যায় না। সত্যি জীবন খুব অনিশ্চিত। তাই যতক্ষণ বেঁচে আছেন খুশিতে থাকুন। সকলের সঙ্গে ভালো ব্যবহার করুন। কারণ, কেউ জানে না পরমুহূর্তে আপনার জন্য কী অপেক্ষা করছে।”

পরিবার সূত্রে খবর, শংকর কখনও ধূমপান কিংবা মদ্যপান করতেন না। নির্দিষ্ট রুটিন মেনে দিনযাপন করতেন। সেই ব্যক্তিরই নাকি হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে। বলে রাখা ভালো, সম্প্রতি হার্ট অ্যাটাকে মৃত্যু যেন বেড়ে গিয়েছে। ক্লাস নিতে নিতে, বিবাহ আসরে নাচতে নাচতে মুহূর্তের মধ্যে মৃত্যুর ঘটনা লেগেই রয়েছে। যা রীতিমতো উদ্বেগের কারণ হয়ে উঠেছে। তাই শারীরিক সমস্যা দেখা দিলে তড়িঘড়ি চিকিৎসকের পরামর্শ নিন। নইলে হতে পারে ঘোর সর্বনাশা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ