সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুলিশের সঙ্গে সন্দেহভাজন জঙ্গির গুলির লড়াই শুরু হয়েছে উত্তরপ্রদেশের লক্ষ্ণৌয়ের ঠাকুরগঞ্জে। যে বাড়িতে জঙ্গি লুকিয়ে রয়েছে, তা ঘিরে ফেলেছে পুলিশ। প্রায় এক ঘণ্টা ধরে চলছে এনকাউন্টার। দিনেদুপুরে এই ঘটনায় আতঙ্কের ছায়া শহরজুড়ে। রাজ্যের পুলিশ প্রধান জাভেদ আহমেদ গুলির লড়াইয়ের সত্যতা স্বীকার করেছেন।
সূত্রের খবর, মধ্যপ্রদেশের খন্ডবায় এক রেলদুর্ঘটনায় নাম জড়িয়েছিল এই জঙ্গির। তবে সুরক্ষার কারণে এখনই এই জঙ্গির নাম বলতে চাইছে না পুলিশ। উত্তরপ্রদেশের জঙ্গি দমন শাখার কাছে আগেই খবর ছিল, পুরনো লক্ষ্ণৌয়ের এই ঘিঞ্জি এলাকায় গা ঢাকা দিয়েছে কোনও জঙ্গি। সেইমতোই এদিন অভিযান চালায় পুলিশ। ঘিরে ফেলে বাড়িটি। শুরু হয় গুলির লড়াই।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.