প্রতীকী ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের উত্তেজনা উপত্যকায়। জম্মু ও কাশ্মীরের কিশতওয়ায় নিরাপত্তা বাহিনী এবং জঙ্গিদের মধ্যে সংঘর্ষ শুরু হয়েছে। জানা যাচ্ছে, কুচল অঞ্চলে যৌথ বাহিনীর পাতা ফাঁদে পা দিয়েছে জইশ-ই-মহম্মদ জঙ্গিরা। শেষ খবর পাওয়া পর্যন্ত অভিযান এখনও চলছে।
প্রসঙ্গত, কয়েকদিন আগেই উপত্যকার বসন্তগড়ে জম্মু ও কাশ্মীর পুলিশ এবং ভারতীয় সেনার যৌথ বাহিনীর গুলিতে নিকেশ হয় এক জঙ্গি। আগে থেকেই খবর ছিল সেখানে জঙ্গিরা লুকিয়ে রয়েছে। এরপরই ওই অঞ্চলে চিরুনি তল্লাশি চালায় বাহিনী। আর তখনই খতম হয় এক জঙ্গি।
উল্লেখ্য, গত মাসের শেষে কাশ্মীরে নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টার ছক বানচাল করেছে ভারতীয় সেনা। গ্রেপ্তার করা হয়েছে জঙ্গিদের এক গাইডকে। সূত্রের খবর, তারা প্রত্যেকেই পাকিস্তানের সন্ত্রাসবাদ গোষ্ঠী জইশ-ই-মহম্মদের সঙ্গে যুক্ত। গোপন সূত্রে খবর পেয়ে জম্মু ও কাশ্মীরের রাজৌরিতে বিশেষ অভিযান চালায় সেনা। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় গোটা এলাকা। তখনই পাঁচ জন জঙ্গির একটি দল ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে। নজর পড়তেই তাদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে বিএসএফের জওয়ানরা। আচমকা আক্রমণে ভয় পেয়ে তারা সেখান থেকে পালাতে থাকে। কিন্তু বিএসএফের গুলিতে গুরুতর আহত হন চারজন। তবে কোনও মতে প্রাণ বাঁচিয়ে জঙ্গিরা চম্পট দেয়। কিন্তু তাদের সঙ্গে যে গাইড ছিল, তাকে গ্রেপ্তার করেছে সেনা।
গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে ২৬ পর্যটককে হত্যা করে লস্করে সঙ্গী সংগঠন টিআরএফের জঙ্গিরা। পালটা পাকিস্তান ও পিওকেতে অপারেশন সিঁদুর চালায় ভারত। প্রতিবেশী দেশের সঙ্গে সংঘাতের এই আবহে ভূস্বর্গে জঙ্গি দমন অভিযান গতি পেয়েছে। গত কয়েক সপ্তাহে উপত্যকার একাধিক জেলায় অভিযান চালিয়ে জঙ্গি নিকেশ করেছে সেনা, সিআরপিএফ এবং পুলিশ। এই পরিস্থিতিতে কোণঠাসা হয়ে এখন প্রত্যাঘাতের সুযোগ খুঁজছে সন্ত্রাসবাদীরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.