Advertisement
Advertisement
Himachal Pradesh

বারবার শারীরিক সম্পর্কের চাপ, বিস্ফোরক সুইসাইড নোট লিখে আত্মঘাতী ইঞ্জিনিয়ারিং পড়ুয়া!

ইতিমধ্যেই তাঁর সহপাঠীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Engineering student hanging self after writing explosive note in Himachal Pradesh

প্রতীকী ছবি

Published by: Gopi Krishna Samanta
  • Posted:June 2, 2025 9:34 pm
  • Updated:June 2, 2025 9:40 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হিমাচল প্রদেশের একটি সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে এক ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ওই ছাত্রের পকেট থেকে একটি নোট উদ্ধারের করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই ছাত্র নোটটিতে লিখেছেন, তাঁর এক সহপাঠী তাঁকে শারিরীক সম্পর্ক করতে বাধ্য করতেন। সেই ঘটনার প্রেক্ষিতেই আত্মঘাতী হয়েছেন তিনি। আর এতেই দানা বেঁধেছে রহস্য। 

শনিবার সকালে হিমাচল প্রদেশের সুন্দরনগরের জহরলাল নেহেরু সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের হস্টেল থেকে ওই ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। সোমবার এই ঘটনা প্রকাশ্যে আসে। এদিকে ওই ছাত্রের পকেট থেকে পাওয়া নোটের ভিত্তিতে এক ছাত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এদিকে মৃতের মা জানান, ছেলে তাঁকে বলেছিল কলেজের এক সহপাঠী বারবার উত্যক্ত করত। এমনকী শারীরিক মিলনের জন্য ব্ল্যাকমেল করত। এদিকে পুলিশে অভিযোগ দায়ের করেন মৃত ছাত্রের মা। সুন্দরনগরের ডেপুটি পুলিশ কমিশনার ভরত ভূষণ বলেন, “ঘটনার তদন্ত করা হচ্ছে। ইতিমধ্যেই একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ফরেন্সিক দল ঘটনাস্থল থেকে বেশ কিছু প্রমান উদ্ধার করেছে। অন্যদিকে, পুলিশ হস্টেলের সিসিটিভি ফুটেজ উদ্ধার করেছে। সেগুলিও খতিয়ে দেখা হচ্ছে।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement