সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রভিডেন্ট ফান্ড গ্রাহকদের জন্য সুখবর। এবার থেকে পিএফ অ্যাকাউন্ট থেকে অগ্রিম ৫ লক্ষ টাকা তোলা যাবে। এতদিন এই ঊর্ধ্বসীমা ছিল ১ লক্ষ। একধাক্কায় তা বাড়ানো হল পাঁচ গুণ। শ্রমমন্ত্রী মনসুখ মাণ্ডব্য এক ঘোষণায় এই তথ্য জানিয়েছেন।
এই পদ্ধতির নাম অটো সেটলমেন্ট প্রসেস। কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, এতদিন এই পদ্ধতিতে তিন দিনে সর্বোচ্চ ১ লক্ষ টাকা তোলা যেত। কিন্তু সেই অঙ্ক এবার করা হয়েছে ৫ লক্ষ টাকা। তাঁর দাবি, এর ফলে ইপিএফও-র ৭ কোটিরও বেশি সদস্য উপকৃত হবেন। শারীরিক অসুস্থতা, শিক্ষা, বিয়ে, গৃহ নির্মাণ বা ক্রয়ের ক্ষেত্রে এই সুবিধা মিলছে। সবচেয়ে বড় কথা, কোনও মধ্যস্থতাকারীর প্রয়োজন নেই, স্বয়ংক্রিয় ভাবেই পুরো প্রক্রিয়া সম্পন্ন হবে। উল্লেখ্য, ২০২৪-২৫ অর্থবর্ষে অগ্রিম ক্লেইম হিসেবে ২ কোটি ৩৪ লক্ষ টাকা তোলা হয়েছে। যেটা ২০২৩-২৪ সালে ছিল ৮৯ লক্ষ ৫২ হাজার টাকা। সব মিলিয়ে তা লাফিয়ে বেড়েছে ১৬১ কোটি টাকা।
বলে রাখা ভালো, শিগগিরি ইপিএফও সদস্যরা ইউপিআই এবং এটিএম কার্ড ব্যবহার করে সরাসরি তুলতে পারবেন ইপিএফের টাকা। গত মার্চে কেন্দ্রীয় শ্রম ও রোজগার মন্ত্রকের সচিব সুমিতা দাওরা জানিয়েছিলেন, মে মাসের শেষ বা জুন মাসের শুরুতে পিএফের টাকা তোলার ক্ষেত্রে ঐতিহাসিক বদল আসতে চলেছে। তা না হলেও অচিরেই এই ব্যবস্থা চালু হবে বলেই জানা যাচ্ছে। জানা গিয়েছে, গ্রাহকরা ইউপিআইয়ের মাধ্যমে পিএফের ব্যালেন্স চেক করতে পারবেন। কোন ব্যাঙ্কের সঙ্গে পিএফ অ্যাকাউন্ট লিঙ্ক করা হবে, সেটাও বেছে নিতে পারবেন গ্রাহকরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.