Advertisement
Advertisement
EPFO

PF-এর নিয়মে বড় বদল, টাকা তোলা হবে আরও সহজ! কর্মীদের স্বার্থে নয়া ভাবনা কেন্দ্রের

আগামী বছরের মধ্যেই নতুন নিয়ম চালু হতে পারে।

EPFO may make rules easy for account holders

ফাইল ছবি

Published by: Tiyasha Sarkar
  • Posted:September 24, 2025 9:09 am
  • Updated:September 24, 2025 9:09 am   

বিশেষ সংবাদদাতা, নয়াদিল্লি: কর্মচারীদের সুবিধার্থে ভবিষ্যনিধি তহবিল সংস্থা বা ইপিএফও-র টাকা তোলার নিয়ম সহজ করার বিষয়ে ভাবনাচিন্তা শুরু করেছে কেন্দ্র সরকার। কর্মচারীরা যাতে তাঁদের সঞ্চয় ব্যবহারের ক্ষেত্রে আরও স্বাধীনতা পান, সেই লক্ষ্যেই নিয়মের ক্ষেত্রে বেশ কয়েকটি পরিবর্তন করা হতে পারে বলেই জানা গিয়েছে। বাড়ি তৈরি বা ক্রয়, বিবাহ এবং উচ্চশিক্ষার জন্য যাতে সহজেই কর্মচারীরা প্রভিডেন্ট ফান্ড থেকে টাকা তুলতে পারেন, তার জন্য কাজ চলছে।

Advertisement

আগামী বছরের মধ্যেই নতুন নিয়ম চালু হতে পারে বলেই সূত্রের খবর। ইপিএফও-তে থাকা টাকা কর্মচারীদের নিজস্ব অর্থ। তাই তার উপর কোনও বিধিনিষেধ আরোপ না করে তাঁরা যাতে নিজেদের প্রয়োজন মতো তহবিলটি ব্যবহার করতে পারেন, সেই স্বাধীনতা দেওয়াই সরকারের লক্ষ্য বলেই কেন্দ্র সরকারের সূত্রে জানা গিয়েছে।

বর্তমানে, ইপিএফও সদস্যরা অবসর গ্রহণের বয়স অর্থাৎ ৫৮ বছর পূর্ণ হওয়ার পর অথবা দুই মাসের বেশি সময় ধরে বেকার থাকলেই তাদের সম্পূর্ণ তহবিল তুলে নিতে পারেন। আংশিক উত্তোলন অনুমোদিত, তবে শুধুমাত্র নির্দিষ্ট শর্তে। বিয়ের ক্ষেত্রে, কমপক্ষে সাত বছর চাকরি করা একজন সদস্য তাদের নিজস্ব অবদান এবং অর্জিত সুদের ৫০% পর্যন্ত তুলতে পারেন। এটি কেবল তাদের নিজস্ব বিবাহের ক্ষেত্রেই নয়, ভাইবোন বা সন্তানের ক্ষেত্রেও প্রযোজ্য। বাড়ির ক্ষেত্রে, টাকা তোলার সীমা মোট জমা হওয়া তহবিলের ৯০% পর্যন্ত। সম্পত্তিটি সদস্য, তাদের স্ত্রী বা যৌথ মালিকানাধীন হতে হবে এবং সদস্যকে কমপক্ষে তিন বছরের চাকরি সম্পন্ন করতে হবে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ