সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টাকা তোলার নিয়মে বড়সড় বদল আনল EPFO (Employees’ Provident Fund Organisation)। এবার তোলা যাবে নিয়োগকারীর টাকার একটা নির্দিষ্ট অংশও। তবে পেনশনের অংশের টাকা তোলার নিয়মে কোনও পরিবর্তন আনা হয়নি বলেই খবর।
বেসরকারি চাকরিজীবীরা EPFO’র আওতায়। প্রতি মাসে কর্মীদের বেতনের একটা নির্দিষ্ট অঙ্ক জমা পড়ে প্রভিডেন্ট ফান্ডে। পাশাপাশি নিয়োগকারী সংস্থার তরফে জমা হয় একটা অংশ। যার ৮. ৩৩ শতাংশ জমা পড়ে পেনশন ফান্ডে। একাধিকবার এই প্রভিডেন্ট ফান্ডে জমানো টাকা তোলার নিয়মে পরিবর্তন আনা হয়েছে। করোনাকালে চাকরিজীবীদের সুবিধায় পিএফের টাকা তোলার পদ্ধতি সরল করা হয়েছে। এখন অনলাইনে আবেদনের ৩ থেকে ৪ দিনের মধ্যেই অ্যাঙ্কাউন্টে মেলে টাকা। তবে নির্দিষ্ট কয়েকটি কারণে ও নির্দিষ্ট একটা অংশের টাকাই তোলা যেত এতদিন। সোমবার অছি পরিষদের বৈঠকে পিএফের টাকা তোলার নিয়মে ফের একাধিক বদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর।
কী কী বদল এসেছে? এতদিন শুধুমাত্র নিজের জমানো টাকার একটা অংশ তুলতে পারতেন চাকরিজীবীরা। নয়া নিয়মে পেনশন ফান্ড বাদে নিয়োগকারী যে অংশ জমা করে অর্থাৎ নিয়োগকারীর জমা দেওয়ার ৩.৬৭ শতাংশ টাকাও তুলতে পারবেন কর্মীরা। অর্থাৎ নিজের জমানো টাকার ৭৫ শতাংশ ও কোম্পানির অংশের টাকাও তুলে নেওয়া যাবে সহজে, অ্যাপের মাধ্যমে। আগে বিদ্যুৎ সংক্রান্ত সমস্যা, বিয়ে, অসুস্থতা-সহ কয়েকটি কারণেই তোলা যেত টাকা। জানা যাচ্ছে, এবার বিশেষ পরিস্থিতিতে কোনও কারণ না দেখিয়েও টাকা তুলতে পারবেন কর্মীরা। প্রভিডেন্ট ফান্ডের এই নিয়ম বদলে বড়সড় স্বস্তিতে বেসরকারি কর্মীরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.