সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টাকা তোলার নিয়মের ক্ষেত্রে বদল আনছে কর্মচারী ভবিষ্যনিধি প্রকল্প বা ইপিএফও। এবার চাকরিজীবনে ১০ বছর পেরিয়ে গেলেই ইপিএফের সব টাকা তুলে নিতে পারবেন কর্মচারীরা।
এতদিন পর্যন্ত নিয়ম ছিল ৫৮ বছর বয়স হলে কিংবা কর্মহীন অবস্থায় দু’মাসের বেশি সময় কাটিয়ে ফেললে তবে ইপিএফও-র অ্যাকাউন্টে থাকা টাকার সবটুকু অর্থ তুলে নেওয়ার অনুমোদন মিলত ইপিএফও-র পক্ষ থেকে। তবে অনেক ক্ষেত্রেই দেখা যায় ৩৫ থেকে ৪০ বছর বয়স্ক বহু মানুষই পেশার ধরন বদল করতে চান কিংবা ছকে বাঁধা নিয়মে চাকরি করতে চান না। কিন্তু ইপিএফও-র নিয়মের কারণে বহু সময়েই ৫৮ বছর বয়স হওয়ার আগে পুরো টাকা প্রয়োজন থাকলেও তুলে নিতে পারেন না তাঁরা।
এই ভাবনার কথা মাথায় রেখেই এবার নতুন নিয়ম কর্মচারী ভবিষ্যনিধি প্রকল্পের। কোনও চাকরিতে দশ বছর কাটানোর পরেই ইপিএফ অ্যাকাউন্টে জমা পড়া অর্থের পুরোটাই তুলে নেওয়ার সুযোগ থাকছে ইপিএফ সদস্যের। এর ফলে কর্মচারীদের সুবিধাই হবে বলে বিশেষজ্ঞদের অভিমত। কারণ বর্তমানে বহু ক্ষেত্রে ১০টা-৫টার ধরাবাঁধা চাকরির বদলে বহু মানুষই স্টার্ট আপ কিংবা ব্যবসার পথে হাঁটতে পছন্দ করেন। এতে সুবিধা হবে তাঁদেরই। এই সিদ্ধান্তের ফলে ৭ কোটিরও বেশি ইপিএফ সদস্য উপকৃত হবেন।
এছাড়া সম্প্রতি বাড়ি কেনার জন্যও পিএফের টাকা তোলার নিয়মে বদল আনা হয়েছে। কেউ যদি প্রথমবার বাড়ি বানান, তারা পিএফে জমা অর্থের ৯০ শতাংশই তুলে ফেলতে পারবেন। চাকরি জীবনের তিন বছর পূরণ হলেই টাকা তুলতে পারবেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.