Advertisement
Advertisement
Yogi Adityanath

স্বজনপোষণ-দুর্নীতি অতীত, যোগীর উত্তরপ্রদেশে পুলিশে নিয়োগে মেধাই একমাত্র মাপকাঠি

গত ৮ বছরে রাজ্যে আট লাখেরও বেশি সরকারি চাকরিতে নিয়োগ।

Establishing a bright image of the Uttar Pradesh government as transparent and corruption-free in police job recruitment.
Published by: Hemant Maithil
  • Posted:June 16, 2025 7:36 pm
  • Updated:June 16, 2025 7:36 pm  

হেমন্ত মৈথিল, লখনউ: ২০১৭ সালের আগে উত্তরপ্রদেশে পুলিশ নিয়োগে যে স্বজনপোষণ ও দুর্নীতির ছড়াছড়ি ছিল, তা এখন অতীত। সম্প্রতি লখনউয়ের ডিফেন্স এক্সপো গ্রাউন্ডে অনুষ্ঠিত হয় একটি বিশেষ অনুষ্ঠান। ৬০২৪৪ জন নবনিযুক্ত পুলিশ সদস্যের নিয়োগপত্র বিতরণ অনুষ্ঠানে ভাষণ দেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সেখানে তিনি বলেন, একসময় উত্তরপ্রদেশে টাকা ও সুপারিশ ছাড়া চাকরির মিলত না। সেই অবস্থার বদল এসেছে। আরও বলেন, এই স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া শুধুমাত্র একটি প্রশাসনিক  পদক্ষেপ নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ‘স্মার্ট পুলিশিং’ বাস্তবায়নের একটি ঐতিহাসিক পদক্ষেপ।

যোগী উল্লেখ করেন, বর্তমান নিয়োগ প্রক্রিয়ায় জাতি-ধর্ম-শ্রেণি বা অঞ্চলের ভিত্তিতে কোনরকম বৈষম্য করা হয় না। পিছিয়ে পড়া দলিত, আদিবাসী ও মেয়েরাও সরকারি পরীক্ষায় নিয়গের ক্ষেত্রে সমান সুযোগ পাচ্ছেন। এটি যোগী আদিত্যনাথের ‘নতুন উত্তরপ্রদেশ’-এর প্রতিচ্ছবি। এখানে প্রত্যেক চাকরিপ্রার্থী নিজের যোগ্যতার মাপকাঠিতে চাকরি পাচ্ছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ১১ বছরের সুশাসনে জনসেবা ও দরিদ্র কল্যাণমূলক কর্মসূচির মাধ্যমে ‘নতুন ভারত’ গঠনের স্বপ্ন বাস্তব হয়েছে যোগীরাজ্য।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আরও জানান, গত ৮ বছরে রাজ্যে আট লাখেরও বেশি নিয়োগ হয়েছে সরকারি চাকরিতে। এর মধ্যে কেবল পুলিশেই প্রায় সোয়া দুই লাখ নিয়োগ হয়েছে। ‘ডবল ইঞ্জিন’ সরকার নিয়োগ পরীক্ষায় স্বচ্ছতার এক অনন্য নজির স্থাপন করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘স্মার্ট পুলিশিং’ ধারণাকে উত্তরপ্রদেশ সরকার বাস্তব রূপ দিয়েছে, এদিন দাবি করেন যোগী।

বর্তমানে উত্তরপ্রদশে ৮টি নতুন ফরেনসিক ল্যাব চালু হয়েছে। আরও ৬টি ল্যাব নির্মাণাধীন অবস্থায় রয়েছে। ৭৫টি জেলাতেই দুটি করে মোবাইল ফরেনসিক ভ্যান মোতায়েন করা হয়েছে। এছাড়া ৭৫টি জেলায় সাইবার পুলিশ স্টেশন এবং ১৯৯৪টি থানায় সাইবার হেল্প ডেস্ক স্থাপন করা হয়েছে। এখন রাজ্যে একসঙ্গে প্রায় ৬০০০০-এর বেশি পুলিশকর্মীকে প্রশিক্ষণ দেওয়ার পরিকাঠামো তৈরি হয়েছে, জানিয়েছেন তিনি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement