Advertisement
Advertisement
PM Modi

‘গণেশমূর্তিও চিন থেকে আসে!’ আক্ষেপের সুরে দেশবাসীকে আত্মনির্ভরতার বার্তা মোদির

বেশি লাভ হলেও ব্যবসায়ীদের চিনা পণ্য কিনতে মানা মোদির।

Even Ganesh idols imported PM Modi 'Make in India' appeal

ফাইল ছবি

Published by: Kishore Ghosh
  • Posted:May 27, 2025 8:00 pm
  • Updated:May 27, 2025 8:00 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: “এমনকী গণেশমূর্তিও বিদেশ থেকে আমদানি হয়। ছোট ছোট চোখ। ভালো করে চোখের পাতাই খোলে না। যেহেতু ওই মূর্তিও আসে চিন থেকে।” মঙ্গলবার আক্ষেপের সুরে আত্মনির্ভরতার বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হোলি, দিওয়ালি, গনেশ পুজোর মতো উৎসবে দেশবাসীকে স্বদেশি পণ্য কেনার আহ্বান জানান নমো।

গুজরাটের সভায় মোদি বলেন, “গ্রামীণ ব্যবসায়ীদের অঙ্গীকার করতে করতে হবে যে তারা যত বেশিই লাভ করুন, বিদেশী পণ্য বিক্রি করবেন না।” এরপরেই মোদি আক্ষেপের সুরে বলেন, “দুর্ভাগ্যজনক ভাবে গণেশমূর্তিও বিদেশ থেকে আমদানি হয়। ছোট ছোট চোখ। ভালো করে চোখের পাতাই খোলে না। এমনকী হোলির রং-ও বিদেশি।” দেশের বাজারে বিক্রি হওয়া সস্তার চিনা পণ্য নিয়ে উষ্মা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। বলেন, “একজন নাগরিক হিসাবে আপনাদের একটা কাজ দেব। বাড়ি গিয়ে একটা তালিকা তৈরি করুন, দেখুন ২৪ ঘণ্টায় কতগুলি বিদেশী পণ্য ব্যবহার করেন। হয়তো আপনি জানেন না যে চুলের পিন, চিরুনি মতো জিনিসগুলোও বিদেশে তৈরি হয়।” অপারেশন সিঁদুরের প্রসঙ্গ টেনে বলেন, “যদি আমরা ভারতকে রক্ষা করতে চাই, গড়তে চাই এবং উন্নত করতে চাই তাহলে অপারেশন সিঁদুরের দায়িত্ব কেবল সশস্ত্র বাহিনী নেবে না, ১৪০ কোটি নাগরিককে দায়িত্ব নিতে হবে।”

মঙ্গলবার গান্ধীনগরের সভা থেকেই নেহরুর একাধিক সিদ্ধান্ত নিয়ে তোপ দাগেন নমো। এদিন তিনি দাবি করেন, ভারতের স্বার্থের কথা ভাবলে খুব খারাপ ভাবে হয়েছিল সিন্ধু জলবণ্টন চুক্তি, তাছাড়া ১৯৪৭ সালে যে মুজাহিদিনরা কাশ্মীরে ঢুকে পড়েছিল, তখনই তাদের নিকেশ করা হলে আজকের পরিস্থিতি তৈরি হত না। উল্লেখ্য, ২৭ মে, মঙ্গলবার দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর ৬১তম মৃত্যুবার্ষিকী। সেদিনই নাম না করে নেহরুকে খোঁচা দিলেন মোদি। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement