সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একে শনিবার৷ তায় আবার ‘থার্টি ফার্স্ট’৷ এমন উল্লাসের মরশুমে গা ভাসাতে কে না চাইবে? তবে বছর শেষের চাওয়া-পাওয়ার আগে অপেক্ষায় ভারতবাসী৷ তিনি বলবেন৷ তিনি আবার বলবেন নিজের ‘মিত্রোঁ’দের উদ্দেশ্যে৷ কে জানে বছর শেষে কী বলবেন? কল্পতরু হবেন, না আবার সার্জিক্যাল স্ট্রাইকে ঝড় তুলবেন দেশবাসীর জীবনে৷ এই অপেক্ষার অবসান হবে বছরের শেষ সন্ধ্যায়৷
পরিণাম যাই হোক বিশেষ এই সন্ধ্যার জন্যই অভিনব আয়োজন করেছে দিল্লির এক জনপ্রিয় পাব৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজের বক্তব্যে যতবার ‘মিত্রোঁ’ শব্দটি উচ্চারণ করবেন, ততবারই পাব-এর যেকোনও একটি পানীয় দেওয়া হবে মাত্র ৩১ টাকায়৷ একত্রিশের এই স্পেশাল অফার থাকছে শুধু মাত্র সন্ধে সাড়ে সাতটা রাত আটটা পর্যন্ত৷ এই মর্মে বিজ্ঞাপনও দেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়ায়৷
বিজ্ঞাপনের জেরে প্রশ্ন অনেক উঠেছে৷ অনেকেই বলছেন, দুই পাত্তর পেটে পড়ার পর কি আর উল্লাসপ্রিয় জনতার মনে থাকবে কোনও গুরুত্বপূর্ণ কথা প্রধানমন্ত্রী বললেন? তাহলে আর এই অফারের মূল্য কি থাকবে? কেউ কেউ আবার ঘোষণার পর মানুষের প্রতিক্রিয়া নিয়েও চিন্তিত৷ তবে যে যাই বলুন না কেন, পাবের টিকিট ইতিমধ্যেই সব বিক্রি হয়ে গিয়েছে এই ‘মিত্রোঁ’ অফারের সৌজন্যে৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.