সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইনি লড়াইয়ে স্বস্তি। দিল্লির জয় হিন্দ কলোনিতে উচ্ছেদ অভিযানে স্থগিতাদেশ দিল দিল্লির পাটিয়ালা হাউস কোর্ট। আদালতের এই নির্দেশকে বিজেপির ‘বাঙালি বিরোধী’ আগ্রাসনের যোগ্য জবাব হিসাবে দেখছে তৃণমূল কংগ্রেস।
দিল্লির বসন্তকুঞ্জের জয় হিন্দ কলোনি। এক টুকরো বাঙালি পাড়া। আপাতত অস্তিত্বের সংকটে ভুগছেন এখানকার বাংলাভাষীরা। ক্রমাগত উচ্ছেদের হুমকি, জল-বিদ্যুৎ বন্ধ। সমস্যায় জর্জরিত বাসিন্দাদের পাশে দাঁড়িয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার তাঁদের হয়ে সরব হয়েছেন। তৃণমূলের প্রতিনিধিদলও ওই এলাকায় গিয়ে তাঁদের পাশে থাকার আশ্বাস দিয়ে এসেছে। দরকারে বাসিন্দাদের আইনি সহায়তা দেওয়া হবে বলেও জানায় রাজ্যের শাসকদল। সংসদেও বিষয়টি তুলেছে তৃণমূল কংগ্রেস।
বসন্তকুঞ্জের ওই এলাকার জমির মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিবাদ। ২০২৪ সালে ওই এলাকা থেকে বাসিন্দাদের বিদ্যুৎ বন্ধের নির্দেশ দিয়েছিল দিল্লির এক আদালত। অভিযোগ, বেআইনিভাবে এলাকায় বসবাস করছেন স্থানীয়রা। আদালতের সেই নির্দেশের ভিত্তিতেই এলাকায় উচ্ছেদ অভিযান শুরু করে দিল্লি পুলিশ। কিন্তু ওই এলাকার বাসিন্দারা পালটা আদালতের দ্বারস্থ হন। সেই মামলাতেই স্বস্তি পেলেন বাসিন্দারা। আদালত জানিয়ে দিল, ওই এলাকায় আপাতত উচ্ছেদ অভিযান চালানো যাবে না। সোশাল মিডিয়া হ্যান্ডেলে সে খবর পোস্ট করে বিজেপিকে বিঁধেছে তৃণমূল কংগ্রেস।
The eviction of Bengalis in Jai Hind Colony of Delhi’s Vasant Kunj has been stayed by the Patiala House Court, marking a significant step forward in our ongoing fight for justice.
This is a direct and decisive response to the continued targeting of Bengali-speaking citizens by…
— All India Trinamool Congress (@AITCofficial)
তৃণমূলের সোশাল মিডিয়া হ্যান্ডেলে দাবি করা হল, “দিল্লির পাটিয়ালা হাউস কোর্ট বসন্ত কুঞ্জে বাঙালি উচ্ছেদ অভিযানে স্থগিতাদেশ দিল। সুবিচারের পথে এটা বিরাট পদক্ষেপ।” রাজ্যের শাসক দলের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে প্রত্যেক বাংলাভাষীকে রক্ষা করা হবে। বাংলা ভাষীদের বিরুদ্ধে যে কোনও ধরনের অন্যায়ের প্রতিবাদ করা হবে। বাংলাভাষী ভারতীয়দের সম্মান, স্বীকৃতি এবং সুবিচার পাইয়ে দেওয়ার লক্ষ্যে লড়াই চলবে। তৃণমূল বলছে, আদালতের এই রায় ‘বাংলা বিরোধী’ বিজেপিকে যোগ্য জবাব। এ প্রসঙ্গে দোলা সেনের বক্তব্য, “আমরা সর্বত্র বাঙালিদের রক্ষা করার চেষ্টা করছি। যে কোনও ধরনের অন্যায়ের প্রতিবাদ করছি। আমরা আইনি লড়াইয়েও থাকবে। মাঠের লড়াইতেও থাকব। জয়েও থাকবে, এগিয়ে যাওয়াতেও থাকব।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.