Advertisement
Advertisement

Breaking News

Rajasthan

চরবৃত্তির অভিযোগে এবার রাজস্থানে আটক সরকারি কর্মী, রয়েছে কংগ্রেস যোগ!

আইএসআইয়ের সঙ্গে সরাসরি যোগ ছিল তাঁর?

Ex-aide of Congress leader held in Rajasthan for 'spying'
Published by: Subhodeep Mullick
  • Posted:May 29, 2025 4:18 pm
  • Updated:May 29, 2025 9:09 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে এবার আটক করা হল রাজস্থানের এক সরকারি কর্মচারীকে। ধৃতের নাম সাকুর খান মঙ্গলিয়া। বুধবার সিআইডির গোয়েন্দারা তাঁকে জয়সলমীর থেকে আটক করেছেন। সাকুর কংগ্রেসের প্রাক্তন মন্ত্রী শালে মহম্মদের সহকারীও ছিলেন বলে সূত্র মারফত জানা গিয়েছে।

সূত্রের খবর, সাকুরের ফোন পরীক্ষা করে একাধিক পাকিস্তানি নম্বরের খোঁজ পেয়েছেন গোয়েন্দারা। কিন্তু সাকুরকে সেগুলি সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি উপযুক্ত কোনও কারণ দর্শাতে পারেননি। তবে জেরায় ৬ থেকে ৭ বার পাকিস্তান ভ্রমণের কথা স্বীকার করে নিয়েছেন সাকুর। কিন্তু কী কারণে পাকিস্তানে গিয়েছিলেন তিনি? তা অবশ্য এখনও জানা যায়নি। তাহলে কি পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের সঙ্গে সরাসরি যোগ ছিল তাঁর? তেমনটাই অনুমান করছেন গোয়েন্দারা। যদিও সাকুরের ফোন থেকে ভারতের সেনাবাহিনী বা সামরিক বিষয় সম্পর্কিত কোনও গোপন তথ্য এখনও পাওয়া যায়নি বলে খবর। তবে মনে করা করা হচ্ছে, সাকুর বেশ কিছু তথ্য তাঁর ফোন থেকে সরিয়ে দিয়েছেন। বর্তমানে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং আর্থিক রেকর্ড খতিয়ে দেখছেন তদন্তকারীরা।  

এ প্রসঙ্গে পুলিশের এক কর্তা সুধীর চৌধুরি বলেন, “বেশ কিছুদিন ধরেই তাঁর গতিবিধির উপর নজর রাখা হচ্ছিল। গোপন সূত্র মারফত আমরা খবর পাই তাঁর সঙ্গে আইএসআইয়ের যোগ রয়েছে। তারপরই তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement