সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক তরুণীকে খুনের অপরাধে দোষী সাব্যস্ত উত্তরাখণ্ডের প্রাক্তন বিজেপি নেতার ছেলে পুলকিত আর্য এবং আরও দুই। তাদের সকলকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শুনিয়েছে আদালত। ২০২২ সালে অঙ্কিতা ভান্ডারী হত্যাকাণ্ড সারা দেশে তোলপাড় ফেলে দিয়েছিল। সেই হত্যাকাণ্ডেএই সাজা পুলকিতদের। পাশাপাশি তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। পুলকিত ছাড়া বাকি দুই সাজাপ্রাপ্তের নাম সৌরভ ভাস্কর ও অঙ্কিত গুপ্ত।
অঙ্কিতা চাকরি করতেন পুলকিতের মালিকানাধীন বনান্তর নামের এক রিসর্টে। তিনি সেখানে রিসেপশনিস্টের পদে ছিলেন। অভিযোগ, রিসর্টের ভিআইপি অতিথিদের ‘অতিরিক্ত পরিষেবা’ দেওয়ার তথা যৌন মিলনের জন্য চাপ দিচ্ছিল পুলকিত। আর এতে বাধা দেওয়াতেই তাঁকে খুন হতে হয়। ২০২২ সালের ১৮ সেপ্টেম্বর বিকেলের পর আর খোঁজ মেলেনি অঙ্কিতার। ৬ দিন পরে উদ্ধার হয় দেহ। অঙ্কিতার বাবাই অভিযোগ আনেন পুলকিত ও বাকিদের বিরুদ্ধে। প্রসঙ্গত, পুলকিতের বাবা বিনোদ আর্য প্রাক্তন বিজেপি নেতা।
অঙ্কিতা হত্যাকাণ্ড জাতীয় ইস্যু হয়ে উঠেছিল সেই সময়। এদেশে নারী নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠে যায়। পাশাপাশি রাজনৈতিক প্রভাবশালী নেতাদের প্রভাব খাটানোর মতো বিষয় নিয়েও সমালোচনা শুরু হয়। পরে তদন্তের জন্য বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়। তদন্তশেষে জমা পড়ে ৫০০ পাতার চার্জশিট। বিচার শুরু হয় ২০২৩ সালের ২৮ মার্চ। পুলকিতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৩০২ (খুন), ২০১ (প্রমাণ লোপাট), ৩৫৪এ (যৌন নির্যাতন) ইত্যাদি ধারায় অভিযোগ আনা হয়েছিল। অঙ্কিতার মা অভিযুক্তদের ফাঁসির দাবি জানান। অবশেষে শুক্রবার যাবজ্জীবন কারাদণ্ড দিল অভিযুক্তদের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.