Advertisement
Advertisement
Prajwal Revanna

ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত প্রজ্জ্বল রেভান্না, আদালতে কেঁদে ফেললেন দেবেগৌড়ার নাতি

২ আগস্ট সাজা ঘোষণা প্রাক্তন জেডিএস সাংসদের।

Ex-JDS MP Prajwal Revanna convicted for physical assault
Published by: Biswadip Dey
  • Posted:August 1, 2025 4:02 pm
  • Updated:August 1, 2025 4:12 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত হলেন প্রাক্তন জেডিএস সাংসদ প্রজ্জ্বল রেভান্না। মামলা শুরুর মাত্র ১৪ মাসের মধ্যেই রায় দিল জনপ্রতিনিধিদের বিশেষ আদালত। আগামিকাল, শনিবার সাজা ঘোষণা। এদিন রায় শুনে আদালত চত্বরে কাঁদতে শুরু করেন রেভান্না।

Advertisement

প্রসঙ্গত, গত ৩১ মে ইডির হাতে গ্রেপ্তার হন দেবেগৌড়ার নাতি। একাধিক অশ্লীল ভিডিও ছড়িয়ে পড়েছিল নেটদুনিয়ায়। অভিযোগ ওঠে, তাঁর বাড়ির পরিচারিকাদের টানা তিন বছর ধরে যৌন হেনস্তা করেছেন প্রজ্জ্বল। তদন্ত শুরু হতেই দেশ ছেড়ে পালান তিনি। আদৌ দেশে ফিরবেন কিনা তা নিয়ে সংশয় ছিল। দুবার টিকিট কেটেও তা বাতিল করে দিতে দেখা যায় তাঁকে। কিন্তু তিনি আগাম জামিনের আবেদন করার পর থেকেই পরিষ্কার হয়ে যায় এবার সম্ভবত তিনি ফিরছেনই। এর পর মাঝরাতে কেম্পেগৌড়া বিমানবন্দরে তিনি পৌঁছলে সেখানে তাঁকে গ্রেপ্তার করে তিন মহিলা পুলিশ সদস্যের এক দল।

আগেই জনপ্রতিনিধিদের বিশেষ আদালতের তরফে জানিয়ে দেওয়া হয়েছিল রেভান্নার বিরুদ্ধে যতগুলি অভিযোগ রয়েছে তার মধ্যে অন্যতম ধর্ষণ তথা ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ধারা। যা অপরাধের তীব্রতাকেই প্রকাশ করে। এমন মামলায় জামিন দেওয়া যাবে না। খারিজ করে দেওয়া হয় আবেদন।

এই মামলায় নির্যাতিতা একটি শাড়ি জমা দেন অভিযোগের প্রত্যক্ষ প্রমাণ হিসেবে। ফরেনসিক তদন্তে ধরা পড়ে সেই শাড়িতে রয়েছে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী দেবেগৌড়ার নাতির বীর্য। এটাই এই মামলার মূল প্রমাণ হিসেবে গণ্য করা হয়েছে। মামলার শুনানি শুরু হয়েছে ৩১ ডিসেম্বর, ২০২৪-এ। মোট ২৩ জন সাক্ষীর বয়ান রেকর্ড করা হয়। শুনানি শুরুর মাত্র সাতমাসেই সম্পন্ন হল বিচার। দোষী সাব্যস্ত হলেন রেভান্না। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ