Advertisement
Advertisement
Maharashtra

মদ-মাদকের ছড়াছড়ি! রেভ পার্টিতে পুলিশি অভিযানে গ্রেপ্তার মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রীর জামাই

গ্রেপ্তার অভিযুক্ত এনসিপি (শরদ)র মহিলা শাখার সভাপতি রোহিণী খাড়সের স্বামী।

Ex-Maharashtra minister's son-in-law, 6 others arrested after raid at rave party

গ্রেপ্তার প্রাঞ্জল খেওয়ালকড়।

Published by: Amit Kumar Das
  • Posted:July 27, 2025 8:06 pm
  • Updated:July 27, 2025 8:06 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুণের হাই প্রোফাইল রেভ পার্টিতে পুলিশি থাবা। শনিবার রাতে এই অভিযানে দুই মহিলা-সহ মোট ৭ জনকে গ্রেপ্তার করল পুলিশ। এই তালিকায় রয়েছেন মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী একনাথ খাড়সের জামাই প্রাঞ্জল খেওয়ালকড়। এই তথ্য সামনে আসতেই শোরগোল শুরু হয়েছে মারাঠা রাজনীতিতে।

Advertisement

জানা গিয়েছে, রেভ পার্টির খবর পেয়ে শনিবার রাতে পুণের খারাডি এলাকায় এক বিলাসবহুল বাড়িতে হানা দেয় মহারাষ্ট্র পুলিশ। এই অভিযানে ওই বাড়ি থেকে উদ্ধার হয়, বিপুল পরিমাণ মদ-গাজা, হুক্কা, কোকেন, এমডি ও অন্যান্য মাদক দ্রব্য। ওই পার্টিতে উপস্থিত থাকা ৭ জনকে গ্রেপ্তার করা হয়। তাঁদেরই একজন এই প্রাঞ্জল। ইনি এনসিপি (শরদ)র মহিলা শাখার সভাপতি রোহিণী খাড়সের স্বামী। প্রাক্তন মন্ত্রী একনাথ খাড়সের কন্যা এই রোহিণী। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কোথা থেকে এই মাদক আনা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি ধৃতদের ফোনকল, আর্থিক লেনদেনও খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফে। পুলিশের অনুমান এই সূত্র ধরে বড় কোনও মাদক চক্রের হদিশ মিলতে পারে।

স্বাভাবিকভাবেই ঘটনা সামনে আসার পর বিরোধী শিবিরের বিরুদ্ধে সরব হয়েছে শাসকদল। প্রাক্তন মন্ত্রীর জামাইয়ের কীর্তি সোশাল মিডিয়ায় প্রকাশ্যে আনা হয়েছে বিজেপি ও শরিকদলগুলির তরফে। যদিও এই গ্রেপ্তারির পালটা শিবসেনা (উদ্ধব) নেতা সঞ্জয় রাউত বলেন, “এই গ্রেপ্তারিতে একটুও অবাক হইনি। বর্তমান সরকার যখন তখন যাকে খুশি গ্রেপ্তার ও গুলি করছে। কোল্ড ড্রিঙ্ক খেলেও মদ্যপানের অভিযোগে গ্রেপ্তার করে মহারাষ্ট্র পুলিশ।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ