Advertisement
Advertisement
Madhabi Puri Buch

আদানিদের সংস্থায় ‘বেআইনি’ বিনিয়োগের অভিযোগ খারিজ! প্রাক্তন সেবি চেয়ারপার্সনকে ক্লিনচিট লোকপালের

মোদি-শাহরাও মাধবী পুরি বুচের দুর্নীতির কথা জানতেন, দাবি করেছিল কংগ্রেস।

Ex-SEBI chief Madhabi Puri Buch gets Lokpal clean chit
Published by: Subhajit Mandal
  • Posted:May 29, 2025 10:44 am
  • Updated:May 29, 2025 10:44 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুর্নীতি মামলায় বড়সড় স্বস্তি সেবির প্রাক্তন চেয়ারম্যান মাধবী পুরি বুচের। তাঁর বিরুদ্ধে মার্কিন শর্ট সেলার সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চের আনা অভিযোগ খারিজ করে দিল লোকপাল। ওই অভিযোগের কোনও আইনগত ভিত্তি নেই বলে জানানো হয়েছে লোকপালের তরফে।

Advertisement

মাধবীর বিরুদ্ধে অভিযোগ বিস্তর। হিন্ডেনবার্গ রিসার্চ এবং কংগ্রেসের অভিযোগ, সেবির চেয়ারপার্সন থাকাকালীন আদানিদের শেল কোম্পানিতে অংশীদারিত্ব ছিল মাধবীর। তাঁর স্বামীরও অংশিদারিত্ব ছিল আদানিদের শেল কোম্পানিতে। হিন্ডেনবার্গের দাবি ছিল, বারমুডা এবং মরিশাসে শেল কোম্পানিতে বিনিয়োগ ছিল মাধবী ও তাঁর স্বামীর। ওই শেল কোম্পানি থেকেই টাকা ঢেলে আদানিদের শেয়ারের দাম কৃত্রিমভাবে বাড়ানো হয়।

এখানেই শেষ নয়, ১৭ থেকে ২১ সাল পর্যন্ত সেবির স্থায়ী সদস্য হওয়া সত্বেও আইসিআইসিআই ব্যাঙ্ক থেকে চার বছরে ১৬ কোটির টাকার বেশি বেতন গ্রহণ করেছেন মাধবী পুরি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাঁকে নিয়োগের সময় পুরো বিষয়টি সম্পর্কে অবহিত ছিলেন বলেও অভিযোগ কংগ্রেসের।

সম্প্রতি হিন্ডেনবার্গ রিপোর্টে আদানিদের বিরুদ্ধে বেনিয়মের অভিযোগ আনা হলেও সেবি আদানিদের ক্লিনচিট দেয়। সেই ক্লিনচিটের সিদ্ধান্তের নেপথ্যেও সেবি চেয়ারপার্সনের স্বার্থ জড়িয়ে বলে পালটা অভিযোগ তোলে কংগ্রেস। সব মিলিয়ে সেবির চেয়ারপার্সনের বিরুদ্ধে একাধিক অভিযোগ। সেই অভিযোগের তদন্ত শুরু করেছিল লোকপাল। দুর্নীতিরোধী ওই সংস্থার দাবি, মাধবীর বিরুদ্ধে যে যে অভিযোগ উঠেছে, সেগুলি প্রমাণ করার মতো উপযুক্ত কোনও প্রমাণ দেখাতে পারেনি হিন্ডেনবার্গ রিসার্চ।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement