Advertisement
Advertisement
Mizoram

রেলপথে বিপ্লব উত্তরপূর্বে! কলকাতা থেকে মিজোরাম সরাসরি ট্রেন চালু সময়ের অপেক্ষা

পুজোর ছুটিতে পর্যটন ফুলেফেঁপে ওঠার আশায় 'পূর্ব ভারতের স্কটল্যান্ড'।

Express train will run from Kolkata to Mizoram directly for the first time
Published by: Sucheta Sengupta
  • Posted:September 9, 2025 1:03 pm
  • Updated:September 9, 2025 1:26 pm   

নব্যেন্দু হাজরা: রেল পরিষেবায় কার্যত বিপ্লব হতে চলেছে উত্তর-পূর্ব ভারতে। এই প্রথম রেলপথে যুক্ত হতে চলেছে কলকাতা ও মিজোরাম। খুব শীঘ্রই মিজোরামের সাইরাং পর্যন্ত রেল যোগাযোগ ব্যবস্থা চালু স্রেফ সময়ের অপেক্ষা। সব ঠিক থাকলে পুজোর আগেই তিলোত্তমা থেকে এক্সপ্রেস ছুটবে ‘পূর্ব ভারতের স্কটল্যান্ডে’র পথে। এতে রাজধানী আইজলের সঙ্গে দূরত্ব আরও কমে গেল। সাইরাং থেকে আইজল মাত্র ১০ থেকে ১২ কিলোমিটার দূরে। এই নতুন ট্রেনের হাত ধরে দুর্গাপুজোর ছুটিতে পর্যটন আরও ফুলেফেঁপে উঠবে বলে আশায় বুক বাঁধছে মিজোরামবাসী।

Advertisement
ছবির মতো সুন্দর ‘পূর্বের স্কটল্যান্ড’ মিজোরাম।

রেল সূত্রে খবর, মিজোরামের ভৈরবী থেকে সাইরাং পর্যন্ত ৫১ কিলোমিটারের বেশি ব্রডগেজ লাইন বসানো হয়েছে। এই প্রকল্প ২০০৮ সালের। ২০১৪ সাল থেকে রেললাইন পাতার কাজ শুরু হয়। সদ্যই তা শেষ হওয়ায় অসম-মিজোরাম সীমানা লাগোয়া সাইরাং স্টেশন পর্যন্ত রেল পরিষেবা চালু হতে চলেছে। জানা যাচ্ছে, শিগগিরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার উদ্বোধন করবেন। আর তারপরই কলকাতা থেকে সোজা সাইরাং পর্যন্ত এক্সপ্রেস ট্রেন ছুটবে। রেল বোর্ডের ডিরেক্টর সঞ্জয় আর নীলমের দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৩৪৬ কিলোমিটার দূরত্ব এবার এক ট্রেনেই পৌঁছে যাওয়া যাবে। সময় লাগবে ৩১ ঘণ্টার একটু বেশি। কলকাতা স্টেশন থেকে রওনা হয়ে ট্রেনটি মালদহ টাউনে দাঁড়াবে। তারপর সোজা সাইরাং স্টেশন।

একমাত্র এক্সপ্রেস ট্রেনের সময়সূচিও জানানো হয়েছে রেলের তরফে। সপ্তাহে তিনদিন – মঙ্গল, বুধ ও শনিবার কলকাতা স্টেশন থেকে সাইরাংয়ের উদ্দেশে রওনা দেবে ট্রেন। আর সাইরাং থেকে কলকাতামুখী ট্রেন ছাড়বে সোম, বৃহস্পতি ও শুক্রবার। কলকাতা থেকে ট্রেন ছাড়ার সময় দুপুর ১২.২৫। সাইরাং থেকে দুপুর আড়াইটেয় কলকাতার দিকে রওনা হবে ট্রেন। মাঝে বাংলা, বিহার ও অসমের বেশ কয়েকটি স্টেশনে সামান্য সময়ের জন্য স্টপেজ দেওয়া হবে। খুব দ্রুতই এই পরিষেবা চালু হতে চলেছে। কেন্দ্রের লক্ষ্য, উত্তরপূর্বের প্রতিটি রাজ্যের রাজধানী শহরের সঙ্গে সরাসরি রেলপথে দিল্লিকে যুক্ত করা। মিজোরামের সাইরাংয়ে ট্রেন চালু হলে সেই কাজই একধাপ এগিয়ে যাবে। ছবির মতো সুন্দর উত্তরপূর্বের ‘সাত বোনের’ রাজ্য ভ্রমণ আরও সহজ হয়ে উঠবে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ