Advertisement
Advertisement

Breaking News

Operation Sindoor

‘এফ ১৬-সহ ছয় যুদ্ধবিমান গুঁড়িয়েছে অপারেশন সিঁদুরে’, ভারতের বীরগাথা গাইলেন বায়ুসেনা প্রধান

'ভারতের যুদ্ধবিমান ধ্বংসের যে দাবি করছে পাকিস্তান, সেসব মনগড়া কাহিনি', খোঁচা বায়ুসেনা প্রধানের।

F16 and other fighter jets of Pakistan destroyed in Operation Sindoor

ফাইল ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:October 3, 2025 3:38 pm
  • Updated:October 3, 2025 3:42 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অপারেশন সিঁদুরে গুঁড়িয়ে গিয়েছে ‘পাকিস্তানের ভরসা’ এফ১৬। ধ্বংস হয়েছে আরও ৫টি পাক যুদ্ধবিমান। শুক্রবার সেকথা সাফ জানিয়েদিলেন ভারতের বায়ুসেনা প্রধান অমরপ্রীত সিংহ। তিনি আরও জানান, পাকিস্তানের সীমান্ত পেরিয়ে ৩০০ কিলোমিটার পর্যন্ত ঢুকে ভারতের বায়ুসেনা আঘাত হেনেছে। তাতেই বিরাট ক্ষতি হয়েছে পাক যুদ্ধবিমানের। সেই সঙ্গে পাকিস্তানকে খোঁচা দিতেও ভোলেননি বায়ুসেনা প্রধান। 

Advertisement

শুক্রবার বায়ুসেনা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অমরপ্রীত বলেন, ‘‘পাকিস্তানের এফ-১৬ এবং জেএফ-১৭ শ্রেণির পাঁচটি যুদ্ধবিমান আমরা ধ্বংস করেছি। পাক নজরদারি বিমানও গুঁড়িয়ে গিয়েছে। ভারতের হামলায় পাকিস্তানের বেশ কিছু র‌্যাডার, কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার, রানওয়ে এবং হ্যাঙ্গার ধ্বংস হয়েছে। একটা হামলা করেছি আমরা, যেটা পাকিস্তানের ভূখণ্ডের ৩০০ কিলোমিটার ভিতরে গিয়ে আছড়ে পড়েছে। বায়ুসেনার ইতিহাসে এই প্রথমবার পাকিস্তানের এতখানি অভ্যন্তরে গিয়ে হামলা চালাতে পারল কোনও দেশ।’’

কেবল শত্রুর যুদ্ধবিমান ধ্বংসই নয়, ভারতীয় বায়ুসেনার আঘাতে পাকিস্তানের বেশ কিছু সামরিক পরিকাঠামোও ধ্বংস হয়েছে। গত ১০ মে অপারেশন সিঁদুর চলাকালীনই পাকিস্তানের ১১টি বায়ুসেনা ঘাঁটি লক্ষ্য করে ভারত হামলা চালায়। সম্ভবত সেই দিনেই এই যুদ্ধবিমানগুলি ধ্বংস হয়েছে। তার পরেই ভারত-পাক সংঘর্ষবিরতি হয়। অমরপ্রীত জানান, অপারেশন সিঁদুরের পর গোটা মিশনের চুলচেরা বিশ্লেষণ করা হয়েছে। সেখানেই উঠে এসেছে এই তথ্য। 

বায়ুসেনা প্রধানের কথায়, “আমরা পাকিস্তানের এমন হাল করেছিলাম যে ওরা যুদ্ধবিরতি করতে বাধ্য হয়।” সঙ্গে তাঁর কটাক্ষ, “ভারতের যুদ্ধবিমান ধ্বংসের যে দাবি করছে পাকিস্তান, সেসব হল মনগড়া কাহিনি।” উল্লেখ্য, ভারত-পাক যুদ্ধ পরিস্থিতিতে পাকিস্তান দাবি করেছিল, ভারতীয় বায়ুসেনার অন্তত ৬টি রাফালে যুদ্ধবিমান নামিয়েছে তারা। কিন্তু ভারত প্রথম দিন থেকেই সেই দাবি খারিজ করে এসেছে।

 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ