Advertisement
Advertisement
Lucknow

আইএএস পরিচয়ে সরকারি অনুষ্ঠানে, পুলিশকর্তাদের উপর হম্বিতম্বি করতে গিয়ে ধরা পড়লেন ‘প্রতারক’

বহু বছর ধরে নিজেকে আইএএস আধিকারিক হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করেছে সৌরভ।

Fake IAS Sourav Tripathi nabbed in Lucknow
Published by: Anustup Roy Barman
  • Posted:September 4, 2025 4:13 pm
  • Updated:September 4, 2025 4:13 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘আমি একজন আইএএস আধিকারিক।’ লখনউয়ের রাস্তায় পুলিশের উপর চোটপাট, তর্কাতর্কির পরেও শেষরক্ষা হল না। ধরা পড়লেন ভুয়ো আইএএস আধিকারিক সৌরভ ত্রিপাঠি।

Advertisement

অন্যান্য দিনের মতোই উত্তরপ্রদেশের রাজধানীতে চলছিল নাকা তল্লাশি। অন্যদিকে শহরের বুক কাঁপিয়ে চলছিল লালবাতি লাগানো বিলাসবহুল গাড়ির কনভয়। নাকা তল্লাশির সময় গাড়ি দাঁড় করাতেই শুরু হয় বচসা। গাড়িতে বসে থাকা সৌরভ পুলিশের কাছে কৈফিয়ৎ চান কেন তাঁর গাড়ি আটকানো হয়েছে। এমনকী গাড়ি আটকানোর অপরাধে শাস্তির হুমকিও দেন সৌরভ। যদিও তাতে চিঁড়ে ভেজেনি। জেরা চালিয়ে যায় পুলিশ। এতেই সামনে আসে বড় প্রতারণার ঘটনা।

তদন্তে নিজের নাম সৌরভ ত্রিপাঠি বলে জানিয়েছেন ওই যুবক। জানা গিয়েছে তিনি লখনউয়ের গোমতী নগরের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেশ কিছু বছর ধরে নিজেকে আইএএস আধিকারিক হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করেছেন তিনি। এমনকি বিভিন্ন সরকারি বৈঠক এবং অনুষ্ঠানেও উপস্থিত থেকেছেন সৌরভ। সমাজমাধ্যমে এই সব বৈঠকের ছবিও রয়েছে। এছাড়াও গুরুত্বপূর্ণ আধিকারিক এবং নেতাদের সঙ্গে ছবি তুলেও পোস্ট করেন তিনি। এইভাবেই মিথ্যার জাল ছড়ান ধৃত সৌরভ।

তদন্তে জানা গিয়েছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সৌরভের একাধিক ভুয়ো প্রোফাইল ছিল। কখনও তিনি নিজেকে মন্ত্রিসভার বিশেষ সচিব বলেন; আবার কখনও নিজেকে নগর ও গ্রামন্নোয়ন সচিব হিসেবে পরিচয় দিয়েছেন। এই ভুয়ো পরিচয় তাঁর ভাবমূর্তি তৈরির পাশাপাশি নেটওয়ার্ক বৃদ্ধিতেও সাহায্য করে। নিজের অনলাইন উপস্থিতির সাহায্যে বেশ কিছু সরকারি অনুষ্ঠানেও ঢুকে পড়ে সে। ওয়াজিরগঞ্জ পুলিশ এই ঘটনার পুর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে। পুলিশের অনুমান সৌরভ ছাড়াও আরও অনেকে এই প্রতারণা চক্রের সঙ্গে জড়িত।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ