Advertisement
Advertisement
Jammu

জম্মুতে পুলিশের জালে ভুয়ো বিয়ে চক্র! গ্রেপ্তার নকল ‘কনে’-সহ ৪ অভিযুক্ত

এখনও পর্যন্ত ৫টি প্রতারণার ঘটনা সামনে এসেছে।

Fake Marriage Racket Busted In Jammu, 5 Including Bride Arrested
Published by: Rakes Kanjilal
  • Posted:August 23, 2025 9:28 pm
  • Updated:August 23, 2025 9:28 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জম্মুতে পুলিশের জালে ভুয়ো বিয়ে চক্র । ১ মহিলা-সহ মোট ৫ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রতারকরা পাত্রপক্ষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছিল বলে পুলিশ সূত্রে খবর। পুলিশের এক মুখপাত্র একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এইরকম ৫টি ঘটনা এখনও পর্যন্ত প্রকাশ্যে এসেছে। যার মধ্যে আখনূরে ৩ টি ও নাগরোটায় ২ টি। অভিযুক্তদের গ্রেপ্তার হওয়াকে পুলিশের ‘বড় সাফল্য’ বলেই মনে করেন তিনি। পুলিশ মুখপাত্রের তরফে আরও জানানো হয়েছে, গত ১১ আগস্ট আখনূর থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছিল। বিয়ের অজুহাতে ৩ লক্ষ টাকার প্রতারণা করা হয়েছে বলে অভিযোগ জানানো হয়।

Advertisement

পুলিশ সূত্রে খবর, গ্রেপ্তার হওয়া অভিযুক্তদের মধ্যে দু’জনের নাম দীপক কুমার ও বিকাশ কুমার। তাঁরা জম্মু  ও কাশ্মীরের পুঞ্চ জেলার বাসিন্দা। অন্য এক ধৃত অরুণ কুমারের বাড়ি বিহারে। বাকি দুই অভিযুক্ত ইস্তাখার ও ‘কনে’ কুসুমলতা উত্তরপ্রদেশের বাসিন্দা।

তদন্তে জানা গিয়েছে, চক্রটি বিয়ের ঘটকালি সংস্থার ছদ্মবেশে প্রতারণা চক্র চালাচ্ছিল। কনে, পুরোহিত থেকে বিয়ের যাবতীয় আনুষ্ঠানিকতা সবকিছুই জোগাড় করত তাঁরা। কিন্তু বিয়ের কিছুদিনের মধ্যেই কনে নানা অজুহাত দেখিয়ে স্বামীকে ছেড়ে চলে যেত। সামাজিক অপবাদের ভয়ে কেউই এ ধরনের ঘটনা প্রকাশ করতে চাইতেন না বলেও এদিন জানান পুলিশের মুখপাত্র।

পুলিশের তরফে জনগণকে এ ধরনের প্রতারণা সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। এইরকম কোনও ঘটনা ঘটলে দ্রুত নিকটস্থ থানায় অভিযোগ জানানোর অনুরোধ করা হয়েছে। উপযুক্ত সঙ্গী খুঁজে পাচ্ছেন না, বা বিয়ের উপযুক্ত বয়স অতিক্রম করেছেন, এইরকম পুরুষকেই ফাঁদে ফেলত এই প্রতারকরা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement