সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক’দিন আগে ইডি অফিসার সেজে তোলাবাজির অভিযোগে বর্ধমানের রায়নায় গ্রেপ্তার হয়েছেন এক ব্যক্তি। তার আগে উত্তর ২৪ পরগনার গাইঘাটায় গ্রেপ্তার হন এক প্রতারক ভুয়ো পুলিশ অফিসার। এবার রাজস্থানে গ্রেপ্তার হলেন ‘মুলি দেবী’ নামের এক মহিলা। যিনি সাব-ইন্সপেক্টর নিয়োগ পরীক্ষায় পাশ না করেই দিব্যি রাজস্থান পুলিশ অ্যাকাডেমিতে দু’বছর প্রশিক্ষণ নেন। এমনকী উর্দি পরে শীর্ষ পুলিশ আধিকারিকদের সঙ্গে ছবি তুলে তা সোশাল মিডিয়ায় পোস্ট করেন। এমনটা কীভাবে সম্ভব হল?
রাজস্থান পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত তরুণীর আসল নাম মোনা বুগালিয়া। নাগাউর জেলার নিম্বা কা বাস গ্রামের বাসিন্দা তিনি। বাবা ট্রাক চালক। ২০২১ সালে সাব-ইন্সপেক্টর নিয়োগ পরীক্ষায় ব্যর্থ হওয়ার পরে আলিয়াস মুলি নামে ভুয়ো পরিচয়পত্র তৈরি করান মোনা। সোশাল মিডিয়ায় মিথ্যে প্রচার করেন যে তিনি সাব-ইন্সপেক্টর পরীক্ষায় পাশ করেছেন।
এমনকী কোনওভাবে সাব-ইন্সপেক্টর নিয়োগের জন্য তৈরি হোয়াটসঅ্যাপ গ্রুপেও ঢুকে পড়েন। খেলোয়াড় কোটার আগের ব্যাচের এক প্রার্থীর নাম করে রাজস্থান পুলিশ অ্যাকাডেমিতে যোগ দেন। দু’বছর পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রের যাবতীয় প্রশিক্ষণের অংশ হন মোনা। এমনকী এই সময় উর্দি পরে পুলিশের বড়কর্তাদের সঙ্গে ছবি ও ভিডিও তুলে সামাজিকমাধ্যমে পোস্ট করতে শুরু করেন।
যদিও ২০২৩ সালে ‘মুলি দেবী’কে নিয়ে সতীর্থদের মনে সন্দেহ জাগে। তাঁরা বিষয়টি শীর্ষ আধিকারিকদের জানান। তদন্তে শুরু হতেই পলাতক হন ভুয়ো মহিলা পুলিশ। পাক্কা দু’বছর পর পুলিশের জালে তিনি। মোনা বুগালিয়া ওরফে মুলি আলিয়াসকে একটি ভাড়াবাড়ি থেকে গ্রেপ্তার করেছে রাজস্থান পুলিশ। তার কাছ থেকে ৭ লক্ষ টাকা উদ্ধার হয়েছে। মিলেছে দুটি পুলিশের উর্দি। রাজস্থান পুলিশের এক শীর্ষকর্তার বক্তব্য, এভাবে দু’বছর একজন প্রতারক পুলিশ প্রশিক্ষণ শিবিরে কাটিয়ে দিল, কেউ জানতে পারল না! এই ঘটনা বিরাট গাফিলতির এবং বিপজ্জনক।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.