Advertisement
Advertisement

Breaking News

Telangana

দামী গাড়ি কিনে দিতে পারেননি কৃষক বাবা, অবসাদে আত্মঘাতী তেলেঙ্গানার যুবক!

যুবকের এমন আকস্মিক মৃত্যুতে হতবাক স্থানীয়রাও।

Farmer Father Unable to buy an expensive car son kills himself in Telangana

প্রতীকী ছবি।

Published by: Gopi Krishna Samanta
  • Posted:June 2, 2025 6:14 pm
  • Updated:June 2, 2025 6:15 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কৃষক বাবার কাছে দামী গাড়ির আবদার করেও মেলেনি। সেই অবসাদে আত্মহত্যা করলেন এক যুবক! মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার সিদ্দিপেট জেলায়। সোমবার পুলিশের তরফে এই খবর প্রকাশ করা হয়।

Advertisement

গত ৩০ মে ওই যুবক নিজেদের কৃষিজমিতে গিয়ে কীটনাশক খেয়ে ফেলেন। বাড়ি ফিরে এসে মা, বাবাকে এই ঘটনা জানালে দ্রুত ওই যুবককে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় ৩১ মে তাঁর মৃত্যু হয়।

পুলিশ জানিয়েছে, ওই যুবক পড়াশোনা ছেড়ে দিয়েছিল। পাশাপাশি বিভিন্ন ধরনের নেশায় আসক্ত হয়ে পড়েছিলেন তিনি। এদিকে দীর্ঘদিন ঘরে দামী গাড়ি ও একটি বাড়ি কিনে দেওয়ার দাবিতে মা, বাবার সঙ্গে ঝামেলা করতেন। নিজেদের আর্থিক অবস্থার কথা ছেলেকে বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হন যুবকের মা, বাবা। এরপর গত ৩০ মে কাউকে কিছু না বলে কৃষিজমিতে গিয়ে কীটনাশক খেয়ে নেন ওই যুবক। হাসপাতালে ভর্তি করা হলেও, শেষরক্ষা হয়নি।

এদিকে যুবকের মৃত্যুতে শোকেরছায়া নেমে এসেছে এলাকায়। পুলিশ জানিয়েছে, একটি মামলা রুজু করা হয়েছে। তাছাড়া মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement