Advertisement
Advertisement
UttarPradesh

উত্তরপ্রদেশে অনার কিলিং! পরিবারের অমতে লিভ ইন করায় ‘খুন’ যুবতী, গ্রেপ্তার বাবা ও দাদা

জানা গিয়েছে, আগে দু’বার পরিবারের তরফে ওই যুবতীর বিয়ে দেওয়া হলেও ভেঙে যায়।

Father, brother held for strangling woman in UttarPradesh

প্রতীকী ছবি।

Published by: Gopi Krishna Samanta
  • Posted:June 10, 2025 3:35 pm
  • Updated:June 10, 2025 3:35 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরিবারে বিরুদ্ধে গিয়ে প্রেমিকের সঙ্গে লিভ ইন করায় উত্তরপ্রদেশের এক যুবতীকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় মৃতের বাবা ও দাদাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার পুলিশের তরফে গ্রেপ্তারির বিষয়ে জানানো হয়।

Advertisement

পুলিশ জানিয়েছে, গত ৩ জুন সরস্বতী মালিয়ান নামে এক যুবতীর আধ পোড়া দেহ উদ্ধার হয়। এরপরই এই ঘটনার তদন্তে নামে পুলিশ। প্রাথমিক তদন্তে উঠে আসে পরিবারের অমতে গিয়ে প্রেমিকের সঙ্গে বসবাসের ঘটনা। এরপরই মৃতের বাবা ও দাদাকে আটক করে পুলিশ। রবিবার রাতে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ।

উত্তরপ্রদেশের সিনিয়র পুলিশ আধিকারিক সঞ্জয় কুমার জানান, পুলিশি জেরায় মৃতের বাবা রাজবীর সিং ও দাদা সুমিত কুমার নিজেদের দোষ স্বীকার করে নেওয়ায় তাঁদের দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত দু’জন স্বীকার করে নেন যে, গত ২৯ মে সরস্বতীকে খুন করেন তাঁরা। এরপর দেহ পুড়িয়ে ফেলার চেষ্টা করা হয়।

এদিকে জানা গিয়েছে, পরিবারের তরফে সরস্বতীর ২০১৯ সালে প্রথমবার বিয়ে দেওয়া হয়। সেই বিয়ে ভেঙে গেলে ২০২২-এ আবার বিয়ে দেন পরিবারের সদস্যরা। সেই বিয়েও ভেঙে যায়। এরপরই প্রেমিকের সঙ্গে থাকার সিদ্ধান্ত নেন সরস্বতী। কিন্তু মেয়ের এমন সিদ্ধান্ত মেনে নিতে পারেননি পরিবারের সদস্যরা। এরপরই মেয়েকে পৃথিবীকে থেকে সরিয়ে ফেলার সিদ্ধান্ত নেন রাজবীর। তাঁকে সঙ্গ দেন ছেলে সুমিত। এরপরই এমন ঘটনা ঘটান দু’জনে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ