Advertisement
Advertisement

Breaking News

Assam

বিমানঘাঁটির পরিপূরক হাইওয়ে! অসমে যুদ্ধবিমান অবতরণে উপযুক্ত সড়ক নির্মাণ হিমন্তের

আগামীদিনে অসমে আরও ২টি সড়ককে বিমান অবতরণের উপযুক্ত হিসেবে গড়ে তোলা হচ্ছে।

Fighter Jets To Soon Be Able To Land On Assam Highways During Emergency
Published by: Amit Kumar Das
  • Posted:June 29, 2025 9:12 pm
  • Updated:June 29, 2025 9:25 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার বিমানঘাঁটির পরিপূরক হয়ে উঠতে চলেছে অসমের জাতীয় সড়ক। যে কোনও জরুরি পরিস্থিতিতে যুদ্ধবিমান অবতরণের জন্য উপযুক্ত হাইওয়ে তৈরি করতে চলেছে অসম সরকার। জানা গিয়েছে, অসমের ডিব্রুগড় জেলার ৩৭ নম্বর জাতীয় সড়কের ৪ কিলোমিটার রাস্তা সুখোই, রাফালের মতো যুদ্ধবিমান অবতরণের উপযুক্ত হিসেবে গড়ে তোলা হচ্ছে।

Advertisement

যুদ্ধবিমান অবতরণের উপযুক্ত এই সড়ক রবিবার পরিদর্শনের পাশাপাশি জেলা প্রশাসন, বায়ুসেনা ও কেন্দ্রীয় সড়ক পরিবহণ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। এক্স হ্যান্ডেলে এই তথ্য প্রকাশ্যে এনে মুখ্যমন্ত্রী লেখেন, ‘অক্টোবর মাসের মধ্যে অসমের জাতীয় সড়কের ৪ কিলোমিটার অংশ যুদ্ধবিমান অবতরণের জন্য প্রস্তুত হয়ে যাবে। জরুরি পরিস্থিতিতে এই সড়ক ব্যবহার করতে পারবে সুখোই ৩০, রাফালের মতো যুদ্ধবিমানগুলি। ভারতের উত্তর-পূর্ব সীমান্তে যে কোনও পরিস্থিতির মোকাবিলায় বায়ুসেনাকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে এই আধুনিক সড়ক।’ এটাই শেষ নয়, আগামীদিনে অসমে আরও ২টি সড়ককে বিমান অবতরণের উপযুক্ত হিসেবে গড়ে তোলা হচ্ছে।

রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, আগামীদিনে অসমের বাকরা-থিহু জাতীয় সড়ক ও হোজাই জেলার শঙ্করপুর এলাকায় নির্মিত হবে যুদ্ধবিমান অবতরণের উপযুক্ত এহেন সড়ক। অভিনব এই উদ্যোগ প্রসঙ্গে অসমের মুখ্যমন্ত্রী বলেন, ‘এই উদ্যোগ শুধুমাত্র জাতীয় নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ নয়, যে কোনও কঠিন পরিস্থিতি মোকাবিলায় সহায়ক প্রমাণিত হবে। এটি উত্তর-পূর্ব ভারতকে কৌশলগত দিক থেকে আরও শক্তিশালী করবে।’

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে রাজ্য সরকারগুলির সঙ্গে হাত মিলিয়ে জাতীয় সড়ককে বিমান অবতরণের উপযুক্ত হিসেবে গড়ে তুলতে শুরু করেছে কেন্দ্র। দেশের একাধিক প্রান্তে যুদ্ধবিমান অবতরণের উপযোগী এই ধরনের সড়ক নির্মাণ করা হচ্ছে। ওয়াকিবহাল মহলের মতে, এই উদ্যোগ শুধুমাত্র সামরিক দৃষ্টিকোন থেকে নয়, যে কোনও কঠিন পরিস্থিতিতে কার্যকর হয়ে উঠবে। যুদ্ধকালীন পরিস্থিতিতেও কাজে আসবে এই অত্যাধুনিক সড়ক।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement