ছবি: প্রতীকী
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাড়িতে একটাই মোবাইল। সেটা পালা করে নিয়ে গেম খেলত দুই ভাই। তাই হল কাল। ১১ বছরের ভাইকে খুন করল ১৬ বছর বয়সী দাদা। ঘটনাটি ঘটেছে গুজরাটের (Gujrat) আহমেদাবাদে।
ঘটনার সূত্রপাত সোমবার। দুই ভাই মোবাইল (Mobile Game) নিয়ে অনলাইন গেম খেলছিল। তখনই দু’জনের মধ্যে ঝামেলা বাঁধে। ছোট ভাই মোবাইল দিতে চায়নি দাদাকে। তাতেই রেগে যায় দাদা। ভাইয়ের মাথায় পাথর দিয়ে আঘাত করে সে। অজ্ঞান হয়ে যায় কিশোরটি। তখন ভাইয়ের পায়ে তার দিয়ে পাথর বেঁধে দেয় দাদা। তারপর কাছের একটি কুয়োয় ভাইকে ফেলে দেয় সে। জানা গিয়েছে, ঘটনার সময়ে আশপাশে কেউ ছিল না।
খেদা টাউন থানার সাব ইনস্পেক্টর এস পি প্রজাপতি জানিয়েছেন, বুধবার পরিবারের তরফে অভিযোগ করা হয়। তারপরেই ঘটনাস্থলে যায় পুলিশ। কুয়ো থেকে মৃতের দেহ উদ্ধার করা হয়। ওই নাবালকের বিরুদ্ধে খুনের (Minor Murder) মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পরে জানা গিয়েছে, ওই পরিবারের আদি বাড়ি রাজস্থানের বাঁশওয়ারা জেলায়। তাঁরা চাষের কাজ করেন। রোজগারের আশায় তাঁরা গুজরাটে এসেছিলেন। গ্রামের বাইরের দিকে তাঁরা কাজ করতেন বলে জানিয়েছে পুলিশ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.