সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাঝ সমুদ্র জাহাজে বিধ্বংসী আগুন। পোরবন্দরের সুভাষনগর জেটিতে নোঙর করা ছিল জাহাজটি। সেই সময় এই আগুন লাগে। যদিও কীভাবে বিধ্বংসী এই আগুন তা স্পষ্ট নয়। হঠাৎ করেই দেখা যায়, একেবারে দাউ দাউ করে আগুন জ্বলছে জাহাজটিতে। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে চারপাশ। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যান বন্দরের আধিকারিকরা। আসে দমকলও। যুদ্ধকালীন তৎপরতায় আগুন আয়ত্তে আনা গেলেও ভস্মীভূত হয়ে গিয়েছে জাহাজের একাংশ। তবে জাহাজে থাকা ১৪ জন ক্রু সদস্যই সুরক্ষিত রয়েছেন বলে জানা গিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়।
জানা গিয়েছে, জাহাজটি সোমালিয়ার বোসাসো যাচ্ছিল। তাতে প্রচুর পরিমাণে চাল এবং চিনি বোঝাই ছিল বলে খবর। বিধ্বংসী আগুনে সম্পূর্ণ পণ্যই জ্বলে গিয়েছে। যার ফলে ব্যাপক আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে বলেই জানিয়েছেন আধিকারিকরা।
| Gujarat | A ship anchored at Porbandar Subhashnagar Jetty caught fire.
The ship, which belongs to Jamnagar-based HRM & Sons, loaded with rice and sugar, caught fire, and three fire brigade vehicles arrived at the scene. The ship was towed to the middle of the sea as the…
— ANI (@ANI)
সর্বভারতীয় সংবাদমাধ্যমে এক আধিকারিক জানিয়েছেন, বন্দরের মাঝ সমুদ্রে জাহাজটি নোংর করা ছিল। সেই অবস্থাতেই আগুন লেগে যায়। সঙ্গে সঙ্গে আগুন নেভাতে ছুটে যায় দমকল। এমনকী পোরবন্দরের আধিকারিকরাও ছুটে যান। প্রাথমিক অনুমান, সম্ভবত জাহাজের ইঞ্জিন রুমের শর্ট সার্কিট থেকে এই আগুন লাগতে পারে। এরপর তা সম্পূর্ণ জাহাজে ছড়িয়ে পড়ে। যদিও পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। জানা যায়, ওই জাহাজটি জামনগরের একটি সংস্থার।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.