Advertisement
Advertisement
Mumbai

মুম্বইয়ের বহুতলে বিধ্বংসী আগুন, ঝলসে মৃত ১, আহত বহু

আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

fire at Mumbai's 23-storey building, 1 died, many injured
Published by: Subhodeep Mullick
  • Posted:September 7, 2025 9:02 pm
  • Updated:September 7, 2025 9:49 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুম্বইয়ের একটি বহুতলে বিধ্বংসী আগুন। রবিবার দুপুরের এই ঘটনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে অন্তত ১ জনের। আহতের সংখ্যা ১৯। প্রাথমিকভাবে জানা গিয়েছে, শর্ট সার্কিটের ফলেই এই আগুনের সূত্রপাত।

Advertisement

পুলিশ সূত্রে খবর, রবিবার দুপুর তিনটে নাগাদ মুম্বইয়ের দাহিসার এলাকার ওই বহুতলের সাত তলায় আচমকা আগুন লেগে যায়। কালো ধোঁয়ায় ঢাকে গোটা এলাকা। মুহূর্তেই ছড়িয়ে পড়ে আতঙ্ক। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, উদ্ধারকারী দল এবং দমকলের সাতটি ইঞ্জিন। প্রায় তিন ঘণ্টারও বেশি চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। ঘটনায় মৃত্যু হয়েছে একজনের। আহত হয়েছেন ১৯ জন। তাঁদের উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আপাতত সেখানেই তাঁরা চিকিৎসাধীন। কিন্তু কী কারণে এই আগুন লাগল? প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, বহুতলটির বেসমেন্টে শর্ট সার্কিটের ফলে আগুন লাগে। তারপর তা ধীরে ধীরে ছড়িয়ে পড়ে।

দমকলের তরফে জানানো হয়েছে, বহুতলটির বেসমেন্টে একাধিক তারের জটলা ছিল। সেখানে কোনও রকম গোলযোগ বা শর্ট সার্কিট হয়। তারপর ইলেক্ট্রিক ডাক্টের মাধ্যমে তা উপরে ছড়িয়ে পড়ে। তবে গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।   

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement