Advertisement
Advertisement
Assembly session

অপারেশন সিঁদুরের পর প্রথম অধিবেশন, পহেলগাঁও-বিহার ভোটার তালিকা ইস্যুই কেন্দ্রবিরোধী অস্ত্র বিরোধীদের

অধিবেশন শুরুর দু'দিনের মধ্যেই বিদেশ সফরে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

First Assembly session after Operation Sindoor, likely to get heated
Published by: Anwesha Adhikary
  • Posted:July 21, 2025 9:41 am
  • Updated:July 21, 2025 10:02 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোমবার থেকে শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন। একাধিক ইস্যুতে এবারের অধিবেশন উত্তপ্ত হতে চলেছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। পহেলগাঁও হামলা, অপারেশন সিঁদুরে ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতা থেকে শুরু করে বিহারের ভোটার তালিকার নিবিড় সংশোধন-একাধিক ইস্যুকে হাতিয়ার করতে চলেছে বিরোধীরা। তবে সেসব প্রশ্নের জবাবে কেন্দ্র কোন স্ট্র্যাটেজি নেয়, সেদিকে লক্ষ্য থাকবে।

Advertisement

২১ জুলাই সোমবার বাদল অধিবেশন শুরু হবে। চলবে ২১ আগস্ট পর্যন্ত। তবে এর মাঝে স্বাধীনতা দিবস উদযাপনের জন্য ১৫ আগস্ট অধিবেশন বন্ধ থাকবে। তাছাড়া স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতির জন্য ১৩ ও ১৪ তারিখ অধিবেশন বসবে না। সব মিলিয়ে মোট ২১টি অধিবেশন হবে সংসদের দুই কক্ষে। সাম্প্রতিক অতীতে অধিকাংশ সময়েই মুলতুবি থেকেছে সংসদ। বারবার অভিযোগ আনা হয়েছে, বিরোধীদের হই হট্টগোলের জেরেই নাকি অধিবেশনের কাজ ব্যাহত হচ্ছে।

অধিবেশন শুরুর আগে প্রথামাফিক সর্বদল বৈঠক ডেকে সহযোগিতার বার্তা দিয়েছেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। তবে অপারেশন সিঁদুর বা পহেলগাঁও হামলা নিয়ে সংসদে বিশেষ অধিবেশন চেয়েছিল বিরোধীরা। সেই দাবি কেন্দ্র মানেনি। ফলে এই ইস্যুতে সংসদ উত্তপ্ত হতেই পারে। পহেলগাঁও হামলা এবং অপারেশন সিঁদুরের পরেই আহমেদাবাদ দুর্ঘটনা ঘটে। সেই নিয়েও কেন্দ্রের থেকে জবাবদিহি চাইতে পারে বিরোধীরা। বিহারের ভোটার তালিকার নিবিড় সংশোধন নিয়েও সংসদ উত্তপ্ত হতে পারে।

তবে অধিবেশন শুরুর দু’দিনের মধ্যেই বিদেশ সফরে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী ২৩ থেকে ২৬ জুলাই ব্রিটেন ও মালদ্বীপ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। সফরের প্রথম পর্বে ২৩ ও ২৪ জুলাই প্রধানমন্ত্রী মোদি যাবেন ব্রিটেনে। সেখানে ভারত ও ব্রিটেনের মধ্যে বহু প্রতীক্ষিত মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষরিত হবে। ফলে সংসদে সেভাবে তাঁকে দেখা যাবে না বলেই অনুমান। অন্যদিকে, সবমিলিয়ে ১৫টি বিল পেশ হতে পারে বাদল অধিবেশনে। তারমধ্যে অন্যতম আয়কর বিল।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ